Anti-Corruption Branch : উত্তরবঙ্গের তিন থানার পুলিশ কর্তার বাড়িতে হানা দুর্নীতি দমন শাখার, ৫ ঘণ্টা ধরে চলল তল্লাশি
Anti-Corruption Branch :সূত্রের খবর, এদিন তিন পুলিশ কর্তার বাড়িতে হানা দেন রাজ্য দুর্নীতি দমন শাখার ১৫ আধিকারিক। প্রায় ৫ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি।
শিলিগুড়ি: নিয়োগ কেলেঙ্কারি থেকে শুরু গরু পাচার, কয়লা পাচার মামলায় দুর্নীতির অভিযোগে বিগত কয়েক মাস থেকে উত্তাল বাংলার রাজ্য-রাজনীতি। জোরদকমে তদন্ত চালাচ্ছে সিবিআই-ইডি। কাঠগড়ায় শাসকদলের একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক। এরইমধ্যে এবার উত্তরবঙ্গের (North Bengal) তিন থানার আইসির বাড়িতে হানা দিল রাজ্যে দুর্নীতি দমন শাখা (anti-corruption wing)। সূত্রের খবর, এদিন একযোগে তল্লাশি চলে আইসি চাঁচোল (মালদা) পুর্নেন্দু কুন্ডু, আইসি ইসলামপুর শমীক চট্টোপাধ্যায় ও আইসি মাটিগারা সমির দেওসার বাড়িতে। তিনজনেরই বাড়ি শিলিগুড়িতে।
সূত্রের খবর, এদিন তিন পুলিশ কর্তার বাড়িতে হানা দেন রাজ্য দুর্নীতি দমন শাখার ১৫ আধিকারিক। প্রায় ৫ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি। এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে জেলাজুড়ে। শোরগোল প্রশাসনিক মহলেও। তবে ঠিক কী কারণে এই আচমকা তল্লাশি তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে এদিন তল্লাশি শেষে হাতে একটা বড় ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় দুর্নীতি দমন শাখার এক তদন্তকারী আধিকারিককে। ব্যাগে কী রয়েছে তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।