Sandeshkhali: খোল নিয়ে সদলবদলে কীর্তন করলে ১৪৪ ধারা লঙ্ঘন হয় না? সরগরম আদালত

Sandeshkhali: আয়েশা বিবিকে যার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, সেই শিবু হাজরা এখন গণধর্ষণের অভিযোগে পুলিশ হেফাজতে রয়েছেন। এদিন সে কথাও আদালতে বলতে থাকেন আইনজীবীরা। পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে এজলাস কক্ষেই সরব হন আইনজীবীরা।

Sandeshkhali: খোল নিয়ে সদলবদলে কীর্তন করলে ১৪৪ ধারা লঙ্ঘন হয় না? সরগরম আদালত
ফের শোরগোল রাজনৈতিক মহলে Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Feb 28, 2024 | 4:32 PM

বসিরহাট: জামিন পেয়েছেন আইএসএফ নেত্রী আয়েশা বিবি, বিজেপি নেতা বিকাশ সিং। তাঁদের জামিন মামলার শুনানিতে পার্থ ভৌমিক এবং সুজিত বসুর বেড়মজুর এলাকায় গিয়ে কীর্তনে অংশ নেওয়ার বিষয়টি উঠে এল। তা নিয়েই চাপানউতোর রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, কয়েকদিন আগে তপ্ত বেড়মজুরে গিয়ে খোল গলায় কীর্তনে অংশ নিতে দেখা গিয়েছিল সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। সেখানে মন্ত্রীরা যেভাবে গিয়েছিলেন, তাতে যদি ১৪৪ ধারা লঙ্ঘন না হয়, তাহলে আয়েশা বিবির প্রতিবাদ মুখর মানুষের পাশে দাঁড়ানো কিভাবে ১৪৪ ধারা লঙ্ঘন হল? এদিন আদালতে এই প্রশ্নই তুললেন দুই নেতা-নেত্রীর আইনজীবীরা। তাঁরা প্রশ্ন তোলেন, মন্ত্রী গিয়ে সেখানে খোল পেটাচ্ছেন। তাঁর সঙ্গে অসংখ্য তৃণমূল কর্মী একইসঙ্গে ঘোরাফেরা করছেন। কিন্তু আয়েশা বিবি সেখানে শুধু প্রতিবাদ মুখর মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন, নির্যাতিত মহিলাদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন, এটাই অপরাধ হয়ে গেল? এদিন বসিরহাট মহকুমা আদালতে প্রশ্ন তোলেন তাঁদের আইনজীবীরা। 

একইসঙ্গে বিজেপি নেতা বিকাশ সিং গ্রেফতারি নিয়েও একগুচ্ছ প্রশ্ন তোলা হয়েছে। তাঁর ক্ষেত্রে যে ধারা দেওয়া হয়েছে, সেগুলি কি আদৌ যথাযথ? একটা শিশু জন্মাল না, অথচ তার জন্মদিন পালন হয়ে গেল, নামকরণ হয়ে গেল, কিভাবে হতে পারে? গতকাল কলকাতা হাইকোর্টে নিরাপদ সরদারের জামিন মামলায় বিচারপতি দেবাংশু বসাকের যাবতীয় বক্তব্যকে হাতিয়ার করেন নেতা-নেত্রীর আইনজীবীরা। অভিযোগ উঠেছে আগে এফআইআর দায়ের হয়েছে। তারপর দেওয়া হয়েছে অভিযোগ। মূলত নিরাপদ সর্দারকে যে যে ধারা দেওয়া হয়েছিল, বিকাশ সিংকেও সেই ধারা দেওয়া হয়। তা নিয়েও চলছে চাপানউতোর। 

এমনকি আয়েশা বিবিকে যাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, সেই শিবু হাজরা এখন গণধর্ষণের অভিযোগে পুলিশ হেফাজতে রয়েছেন। এদিন সে কথাও আদালতে বলতে থাকেন আইনজীবীরা। পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে এজলাস কক্ষেই সরব হন আইনজীবীরা। এরপরই বিচারক সরকারি আইনজীবীর কাছে বক্তব্য শুনতে চান। কিন্তু, সরকারি আইনজীবী তেমন কোনও বক্তব্য পেশ করতে না পারায় আয়েশা ও বিকাশ দু’জনকেই ১০০০ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেন বিচারক।