ভোরবেলা প্লাস্টিকের কারখানায় আগুন টিকিয়াপাড়ায়

দমকলের তরফে জানানো হয়েছে, আবাসনে এমন একটি কারখানা খোলার অনুমতি ছিল কিনা এবং ওই কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখছে আধিকারিকরা। তারা আরও জানিয়েছে, আগুন আশেপাশের বহুতলে ছড়িয়ে পড়ার আশঙ্কায় আরও চারটি বাড়তি ইঞ্জিনও মজুত রাখা হয়েছিল।

ভোরবেলা প্লাস্টিকের কারখানায় আগুন টিকিয়াপাড়ায়
ভোরবেলা হাওড়ায় আগুন লেগে ঝলসে গেল প্ল্যাস্টিক কারখানা। নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2022 | 8:16 PM

হাওড়া: আগুন লেগে ঝলসে গেল টিকিয়াপাড়ার প্ল্যাস্টিক কারখানা। এদিন ভোরবেলায় একটি পাঁচতলা আবাসনের এক তলায় অবস্থিত ওই কারখানাটিতে হঠাৎই আগুন লেগে যায়। দমকলের অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দমকল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওই প্ল্যাস্টিকে কারখানায় আগুন লেগে যায়। সেই সময় বেশকিছু কর্মী কাজ করছিলেন। আকস্মাৎ ধোঁয়া বেরতে দেখেই তারা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। পাশাপাশি আবাসনের অন্যান্য বাসিন্দা এবং স্থানীয়রাও বেরিয়ে আসেন বাইরে। তারাই দমকলে খবর দেন বলে জানা গিয়েছে। এরপরই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে হাওড়া থানার পুলিশও।

আগুন ছড়িয়ে পড়তে পারে অনুমান করেই টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডের গঙ্গা বৈরাগি লেনের ওই আবাসন থেকে আবাসিকদের বাইরে বের করে এনে আবাসন খালি করে দেওয়া হয়। এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। জানা গিয়েছে বেলিলিয়াস রোডের গঙ্গা বৈরাগি লেনের ওই আবাসনটির এক তলার একটি ৭০০ স্কোয়ার ফিটের ঘরে অবস্থিত ওই কারখানার তৈরি হত প্ল্যাস্টিকের বালতি, মগ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস।

এদিন দমকলের তরফে জানানো হয়েছে, আবাসনে এমন একটি কারখানা খোলার অনুমতি ছিল কিনা এবং ওই কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। তারা আরও জানিয়েছে, আগুন আশেপাশের বহুতলে ছড়িয়ে পড়ার আশঙ্কায় আরও চারটি বাড়তি ইঞ্জিনও মজুত রাখা হয়েছিল। তবে দুটি ইঞ্জিনের সাহায্যেই দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। কারখানায় আগুন লাগার এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

তবে এদিন আরও একটি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে হাওড়ায়। জানা গিয়েছে, রবিবার দুপুরবেলায় হঠাৎ করেই হাওড়ার সালকিয়া অঞ্চলের হরিদত্ত চামারিয়া রোডের রাস্তার ধারের একটি ইলেক্ট্রিক মিটার বক্সে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাতেও কেউ হতাহত হননি বলেই দমকল সূত্রের খবর।

আরও পড়ুন: Rahul Sinha : “ভোট না হলে লোকের বাড়ি হাঁড়ি চড়বে না!” নির্বাচন কমিশনের ভোট পিছনো প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ রাহুলের