Cooch Behar: কোচবিহার শহরে চলল গুলি, জখম ২

জনৈতিক কারণ না হলেও কোনও পুরোনো শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে বান্টি পিস্তল কোথা থেকে পেল, তা নিয়েও প্রশ্ন উঠছে।

Cooch Behar: কোচবিহার শহরে চলল গুলি, জখম ২
এমজেএন হাসপাতাল।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2022 | 11:55 PM

কোচবিহার: কোচবিহারে শহরে চলল গুলি। গুরুতর জখম দুই যুবক। বৃহস্পতিবার রাতে কোচবিহার শহর সংলগ্ন বাবুরহাটে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এক যুবক বাবুরহাটের এক সেলুন মালিক ও তাঁর বন্ধুকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনার পরই এলাকা ছেড়ে পালায় সে।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ দুই যুবকের নাম মন্তোর সিং ও হেমু কর্মকার। বাবুরহাট এলাকায় মন্তোর সিংয়ের একটি সেলুন রয়েছে এবং লটারির দোকান রয়েছে হেমুর। কোচবিহারের বাবুরহাট এলাকারই বাসিন্দা বান্টি নামে এক যুবক মদ্যপ অবস্থায় এসে তাঁদের উপর অতর্কিতে গুলি চালায় বলে অভিযোগ। মন্তোর ও হেমুর পায়ে গুলি লাগে। তারপরই এলাকা ছেড়ে পালিয়েছে বান্টি। তার খোঁজ চলছে।

ঘটনার বিবরণ দিয়ে মন্তোর সিং জানান, তাঁর এবং হেমুর পাশাপাশি দোকান রয়েছে। এদিন রাতে সাড়ে ৯টা নাগাদ তাঁরা দোকান বন্ধ করে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ করেই বান্টি এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। মন্তোর এবং হেমু বরাতজদোরে প্রাণে বেঁচে যান। তাঁদের পায়ে গুলি লাগে। তারপর তাঁরা চিৎকার করলে পালিয়ে যায় বান্টি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মন্তোর এবং বান্টিকে তড়িঘড়ি MJN মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

অভিযুক্ত বান্টি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছেন মন্তোর। তবে কেন সে তাঁদের উপর গুলি চালাল, সে ব্যাপারে সংশয়ে মন্তোর। তবে রাজনৈতিক কারণ না হলেও কোনও পুরোনো শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে বান্টি পিস্তল কোথা থেকে পেল, তা নিয়েও প্রশ্ন উঠছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বান্টির খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।