5 kg Tumor : অপারেশন শেষ হতেই চোখ কপালে উঠল চিকিৎসদের, পেট থেকে বেরল ৫ কেজির টিউমার

5 kg Tumor : অস্ত্রোপচারের পর বর্তমানে অনেকটাই সুস্থ আছেন লক্ষীদেবী। আরামবাগের (Arambagh) মতো মফঃস্বলে সরকারি হাসপাতালের চিকিৎসকদের এই কৃতিত্বে খুশির হাওয়া সব স্বাস্থ্য মহলে।

5 kg Tumor : অপারেশন শেষ হতেই চোখ কপালে উঠল চিকিৎসদের, পেট থেকে বেরল ৫ কেজির টিউমার
আরামবাগ হাসপাতাল
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2023 | 6:36 PM

আরামবাগ : সফল অস্ত্রোপচারের মাধ্যমে অত্যন্ত দরিদ্র পরিবারের এক মহিলার পেট থেকে প্রায় পাঁচ কেজি ওজনের টিউমার বের করে অনন্য নজির গড়লেন আরামবাগ (Arambagh) হাসপাতালের চিকিৎসকরা। প্রাণে বাঁচালেন যন্ত্রণাকাতর ওই মহিলাকে। অস্ত্রোপচার হল পুরোপুরি বিনামূল্যে। তাতেই খুশি রোগীর পরিবার। চিকিৎসকদের প্রশংসায় পঞ্চমুখ রোগীর পরিজনরা। সন্তোষ প্রকাশ করেছেন হাসপাতালের পরিষেবা নিয়েও। যেখানে সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে প্রায়শই রাজ্যের বিভিন্ন জেলা থেকে নানা অভিযোগ ওঠে সেখানে আরামবাগ হাসপাতালের এই কাজে রীতিমতো উচ্ছ্বসিত এলাকার মানুষেরাও। 

আরামবাগের হরিণখোলার তাজপুর গ্রামের বাসিন্দা লক্ষ্মী চক্রবর্তী (৪০)। তাঁর স্বামী সজল চক্রবর্তী পুজো-অর্চনা করে পেট চালান। বেশ কিছুদিন ধরেই লক্ষীদেবী পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন বলে জানা গিয়েছে। তবে ঠিক কী হয়েছে তা বুঝতে পারা যাচ্ছিল না। ২১ জানুয়ারি তিনি নিজেই আরামবাগ হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা বুঝতে পারেন লক্ষ্মী দেবীর পেটে টিউমার আছে। দ্রুত অস্ত্রপ্রচারের প্রয়োজনের কথাও জানান। কিন্তু, লক্ষ্মী দেবীর শরীরে হিমোগ্লোবিন অত্যন্ত কম থাকায় প্রথমে তা সম্ভব হয়নি। পরবর্তীতে রক্ত দিয়ে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো হয়। বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ আনারুল হকের নেতৃত্বে সোমবার তাঁর সফল অস্ত্রোপচার করা হয়। তখনই তাঁর পেট থেকে বেরিয়ে আসে প্রায় পাঁচ কেজি ওজনের একটি টিউমার। এই বিশালাকার টিউমার দেখে চোখ কপালে ওঠে চিকিৎসকদেরও। খবর চাউর হতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে গোটা এলাকায়।

বর্তমানে, অস্ত্রোপচারের পর অনেকটাই সুস্থ আছেন লক্ষীদেবী। আরামবাগের মতো মফঃস্বলে সরকারি হাসপাতালের চিকিৎসকদের এই কৃতিত্বে খুশির হাওয়া সব স্বাস্থ্য মহলে। খুশি হাসাপাতেলর চিকিৎসকরাও। হাসপাতালেরই এক চিকিৎসক বলেন, “ভদ্রমহিলা খুবই অসহায়। আর্থিক অবস্থাও ভাল নয়। নিজেই এসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কার্যত গর্ভবতী থাকাকালীন মহিলাদের পেটের অবস্থা যেরকম হয় এই মহিলার পেটও ওই রকমই বড় হয়ে গিয়েছিল। তারপরই পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। জানা যায় ওনার পেটে টিউমার আছে। টিউমারটা এত বড় ছিল দেখে আমরা অবাক হয়ে যাই। যদিও অপারেশন ঠিকঠাকই হয়েছে। এখন উনি ঠিকঠাকই আছেন।”