Food: পোকা ধরা চাল-ডাল বস্তা বস্তা সাজানো, গ্রামবাসীই ফাঁস করল সবটা…
Arambag: এলাকার লোকজনের অভিযোগ, বৃন্দাবনপুরের আইসিডিএস সেন্টারে ছাত্র-ছাত্রীদের যে খাবার পরিবেশন করা হয় তা অত্যন্ত নিম্নমানের। তা নিয়ে একাধিকবার সোচ্চারও হয়েছেন তাঁরা। সোমবার ওই সেন্টারে গিয়ে চাল, ডালের বস্তা খুলে দেখেন অত্যন্ত নিম্নমানের সামগ্রী সেখানে রাখা।
আরামবাগ: মিড ডে মিলের রান্নায় টিকটিকি, সাপ, ব্যাঙ, আরশোলা কী না পড়ার অভিযোগ ওঠে। এবার আইসিডিএস সেন্টারের চাল ডালে পোক পড়ে থাকার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে আরামবাগের বৃন্দাবনপুরে তুমুল উত্তেজনা ছড়ায়। সোমবার এ নিয়ে আইসিডিএস (ICDS) সেন্টারের সামনে বিক্ষোভও দেখান অভিভাবকরা।
এলাকার লোকজনের অভিযোগ, বৃন্দাবনপুরের আইসিডিএস সেন্টারে ছাত্র-ছাত্রীদের যে খাবার পরিবেশন করা হয় তা অত্যন্ত নিম্নমানের। তা নিয়ে একাধিকবার সোচ্চারও হয়েছেন তাঁরা। সোমবার ওই সেন্টারে গিয়ে চাল, ডালের বস্তা খুলে দেখেন অত্যন্ত নিম্নমানের সামগ্রী সেখানে রাখা।
অভিযোগ, যে চাল ডাল দিয়ে রান্না হবে তা পোকায় ভর্তি। এরপরই আইসিডিএস কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। যদিও আইসিডিএস কর্মী শ্রাবন্তী দে’র বক্তব্য, “আমাদের ৪-৫ মাসের চাল একসঙ্গে দিয়ে যায়। সে কারণে পোকা ধরে গিয়েছে। আমি বের করেছিলাম রোদে দেওয়ার জন্য। তবে এগুলো দেখছি একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। ব্যবহার করা যাবে না। আমি অফিসে ফেরত পাঠানোর ব্যবস্থা করব।” ওই আইসিডিএস কর্মীর দাবি, বাচ্চাদের কোনওদিনই খারাপ খাবার দেওয়া হয় না।
প্রায় ১০০ জন ছেলে-মেয়ে এখানকার খাবার খায়। এই ঘটনায় আরামবাগের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বা সিডিপিও সায়ন্তন জোয়ারদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চালে বা ডালে পোকা থাকলে তা খাওয়ার কোনও প্রশ্নই নেই। এ নির্দেশ স্পষ্ট করেই দেওয়া আছে।