Allegations of medical negligence: চিকিৎসককে ‘চোর’ বলে সম্বোধন, নার্সিংহোমে লজ্জাজনক ঘটনা

Allegations of medical negligence: ঘটনাটি ঘটেছে আরামবাগের বসন্তপুর মোড় সংলগ্ন একটি নার্সিংহোমে। জানা গিয়েছে, ওই রোগীর বাড়ি আরামবাগের হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাকরচকে।

Allegations of medical negligence:  চিকিৎসককে 'চোর' বলে সম্বোধন, নার্সিংহোমে লজ্জাজনক ঘটনা
আরামবাগে নার্সিংহোমে বিক্ষোভ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2022 | 1:38 PM

আরামবাগ: যা ওষুধ দেওয়ার কথা ছিল, তার বদলে অন্য ওষুধ দিয়ে দেওয়া হয়েছে। আর তাতেই মৃত্যু হয়েছে রোগীর। ভুল ওষুধ দেওয়ায় রোগী মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন রোগীর পরিবারের সদস্যরা। নার্সিংহোমে বিক্ষোভ দেখালেন পরিবারের সদস্যরা। চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ।

রোগীর পরিবার পরিজনদের অভিযোগ, রোগীর সঠিক চিকিৎসা করা হয়নি। এমনকি প্রয়োজনীয় ওষুধের বদলের অন্যান্য ওষুধ দেওয়া হয়েছে। যার ফলে ওই রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এছাড়াও অপ্রয়োজনে অতিরিক্ত বিল করা হয়েছে। নার্সিংহোমে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা লেখা থাকলেও, সেই কার্ডকে গ্রাহ্য করা হয়নি বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে আরামবাগের বসন্তপুর মোড় সংলগ্ন একটি নার্সিংহোমে। জানা গিয়েছে, ওই রোগীর বাড়ি আরামবাগের হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাকরচকে। প্রস্রাবের সংক্রমণ নিয়ে কয়েকদিন আগে তিনি ওই নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। সঠিক চিকিৎসা না করে তাঁকে আইসিইউ-তে ভর্তি রাখা হয় বলে অভিযোগ।

এরপর বাধ্য হয়ে ওই রোগীর পরিবার পরিজন তাঁকে অন্য একটি নার্সিংহোমে স্থানান্তরিত করেন। রোগীর পরিবারের দাবি, বর্তমানে তিনি সেখানের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন। এই ঘটনার প্রতিবাদে ওই রোগীর পরিবাররা শনিবার বিকাল থেকে দফায় দফায় বসন্তপুর মোড়ের ওই নার্সিংহোমে গিয়ে বিক্ষোভ দেখান।

ঝাঁটা ছুড়ে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিবারের সদস্যরা। সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ আস্বীকার করেছেন নার্সিংহোম কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসক।

নার্সিংহোম কর্তৃপক্ষের বক্তব্য, অভিযোগ পুরো অসত্য। ভুয়ো বিলের বিষয়টাও মিথ্যা। আর চিকিৎসার কোন গাফিলতি হয়নি। পাল্টা নার্সিংহোম কর্তৃপক্ষের বক্তব্য, চিকিৎসককে পাল্টা চোর বলে সম্বোধন করেছেন পরিবারের সদস্যরা।