Hooghly: ‘ছোটবেলা থেকেই চুরি করছি’, ল্যাপটপ-আইপ্যাড সহ ধরা পড়ে স্বীকারোক্তি চোরের

Hooghly: হাওড়া স্টেশনে ল্যাপটপ, আইপ্যাড হারিয়ে মাথায় হাত যাত্রীর, নাটকীয়ভাবে ব্য়ান্ডেলে গ্রেফতার চোর।

Hooghly: ‘ছোটবেলা থেকেই চুরি করছি’, ল্যাপটপ-আইপ্যাড সহ ধরা পড়ে স্বীকারোক্তি চোরের
ধৃত চোর ইন্দু মুদালিয়া
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2022 | 4:15 PM

হুগলি: হাওড়া-পুরি এক্সপ্রেসে ভূবনেশ্বর যাওয়ার জন্য এসি-২ কামরায় টিকিট ছিল ওড়িশার বাসিন্দা বিভূপ্রসাদ করের। বৃহস্পতিবার রাতেই ছাড়ার কথা ছিল ট্রেনের। সূত্রের খবর, রাত দশটা কুড়ি নাগাদ ট্রেনে ওঠেন বিভূ। ব্যাগ বাঙ্কারে রেখে সিটে বসে মোবাইল ঘাঁটতে থাকেন তিনি। কিছুক্ষন পর মোবাইল চার্জার নিতে ব্যাগ নামাতে গিয়ে দেখেন আস্ত ব্যাগটাই গায়েব হয়ে গিয়েছে। এরপর খোঁজ চলে গোটা কামরাতে। কিন্তু কোথাও আর দেখা মেলেনি ব্যাগের। এরপরই ঘটনার কথা জানিয়ে রেল পুলিশকে অভিযোগ জানান বিভূ। খোঁজ চালাতে শুরু করে রেল পুলিশও (Rail Police)। কিন্তু, ব্যাগের খোঁজ মেলেনি। এদিকে ততক্ষণে হয়ে গিয়েছে ট্রেন ছাড়ার সময়। চুরি যে হয়েছে তা ততক্ষণে স্পষ্ট। এ ঘটনার জেরে একপ্রকার বাধ্য হয়েই ট্রেন থেকে নেমে যান ওই যাত্রী।

সূত্রের খবর, এ ঘটনার পরেই ওড়িশার এক বন্ধুকে আই প্যাড ট্রাক করতে বলেন বিভূ। দিয়ে দেন ইউজার আইডি পাসওয়ার্ড। রাতভর ট্র্যাকিংয়ে মেলে সাফল্য। জানা যায় হুগলির ব্যান্ডেল এলাকায় রয়েছে চুরি যাওয়া আই প্যাড। খবর যায় চুঁচুড়া থানায়। চুঁচুড়া থানার আই সি অনুপম চক্রবর্তীর নির্দেশে সাব ইন্সপেক্টর অনিমেষ হাজারি ঘটনার তদন্ত শুরু করেন। পুলিশের তরফেও ট্র্যাকিং শুরু হয়। শেষ পর্যন্ত ব্যান্ডেল বালিকাটায় ইন্দু মুদালিয়া নামে এক ব্যক্তির ঘরে রেড করে উদ্ধার হয় ল্যাপটপ, আই প্যাড সমতে চুরি যাওয়া ব্যাগ। ইন্দু মুদালিয়াকে গ্রেফতার করে পুলিশ।

সূত্রের খবর, ব্যান্ডেল এলাকায় একাধিক চুরির ঘটনায় নাম রয়েছে ইন্দুর। মূলত দূরপাল্লার ট্রেন থেকে দামি জিনিস চুরি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। চুরি করতে গিয়ে এর আগে একাধিকবার পুলিশের হাতে গ্রেফতারও হয়েছেন তিনি। ছোটবেলা থেকেই তাঁর চুরিতে হাতে খড়ি। থানায় দাঁড়িয়ে এ কথা স্বীকারও করেছে সে। ধৃতে শনিবার আদালতে পেশ করে পুলিশ। অন্যদিকে হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে সরকারি প্রটোকোল মেনে আদালতে আবেদন জানাতে চলেছেন বিভূ।