Hooghly: দুর্গা প্রতিমার হাতে তৃণমূলের দলীয় পতাকা ! গুড়াপ থানায় অভিযোগ দায়ের বিজেপি-র
Gurap: দেবী মূর্তির হাতে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল গুড়াপের তৃণমূল পঞ্চায়েত সদস্য লক্ষণ মণ্ডলের বিরুদ্ধে। যার জেরে তৈরি হয় বিতর্ক। শুরু হয় রাজনৈতিক তরজা।
হুগলি: দুর্গা প্রতিমার হাতে তৃণমূলের পতাকা। যার জেরে বিতর্ক উঠেছিল তুঙ্গে। সেই ঘটনায় এবার থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। গত বৃহস্পতিবার মণ্ডপে দুর্গা প্রতিমা নিয়ে যাওয়ার সময় দেবী মূর্তির হাতে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল গুড়াপের তৃণমূল পঞ্চায়েত সদস্য লক্ষণ মণ্ডলের বিরুদ্ধে। যার জেরে তৈরি হয় বিতর্ক। শুরু হয় রাজনৈতিক তরজা।
শুক্রবার রাতে বিজেপি গুড়াপ থানায় অভিযোগ দায়ের করেছে। পঞ্চায়েত সদস্য লক্ষণ মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি পদ্ম শিবিরের দাবি পুলিশ কোনও ব্যবস্থা না নিলে তাঁরা আন্দোলনে নামবে।
যদিও এ বিষয়ে তৃণমূলের রাজ্য সাধরণ সম্পাদক দিলীপ যাদব বলেন, ‘সংস্কৃতির বাইরে গিয়েও যেমন কিছু করা উচিৎ নয় আবার সেটাকে নিয়ে রাজনীতি করাও উচিৎ নয়। দুটোই বেমানান। আসলে এই ধরনের ঘটনা মাঝেমধ্যে সংবাদ মাধ্যমও কিছুটা উৎসাহিত হয়ে করে। তবে আমি সংবাদ মাধ্যম কে পরামর্শ দিতে পারিনা। পুজো শুরু হয়ে গেছে তাই পূজার মণ্ডপ, প্রতিমা,খাওয়া দাওয়া বস্ত্র বিতরণ এই সব বেশি গুরুত্ব পাওয়া উচিৎ।’
এই ঘটনার বিষয়ে বিজেপির মণ্ডল সভাপতি সন্দীপ মুখোপাধ্যায় বলেন, ‘লক্ষণ মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। ডিউটি অফিসার এফআইআর নিয়েছে। তাই দেখি ওনারা কী পদক্ষেপ করছেন। যদি সদুত্তর না পাই তাহলে আন্দোলনে নামব।’
কী ঘটেছিল?
উল্লেখ্য, দিনটা ছিল গত বৃহস্পতিবার অর্থাৎ তৃতীয়া। জায়গায়-জায়গায় তখন পুজো প্যান্ডালে দুর্গা প্রতিমা আসতে শুরু করেছে। কলকাতার পাশাপাশি জেলাগুলির অবস্থা এক। ঠিক সেই সময় সম্পূর্ণ বিপরীত ছবি ধরা পড়ল হুগলির গুড়াপে। সেখানে দুর্গা মূর্তিতে ত্রিশূলের জায়গায় দেখা গেল তৃণমূলের দলীয় পতাকা। সেই পতাকা দিয়েই অসুরকে বধ করছেন তিনি। এরপর শুরু হয় বিতর্ক। ঘটনায় নাম জড়ায় গুড়াপের তৃণমূল পঞ্চায়েত সদস্য লক্ষণ মণ্ডলের।
যদিও লক্ষ্মণ মণ্ডল বলেন, ‘রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের অশুভ শক্তির বিনাশ করে রাজ্যে শুধু উন্নয়ন করে চলেছেন সেটা দেখেই আমরা উদ্বুদ্ধ হয়েছি। আর দেবী দুর্গা অশুভ শক্তির বধ করেন আর রাজ্যের মুখমন্ত্রী এই রাজ্যে বিজেপি নামক অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে তাকে এবারের বিধানসভা ভোটে বধ করেছেন। তাই এবার আমাদের দুর্গা প্রতিমা তৃণমূলের দলীয় পতাকা দিয়েই মহিষাসুর বধ করবেন।’