Municipal Elections 2022 : শেষ বেলায় তালিকা প্রকাশেও হল না শেষ রক্ষা, বিজেপির প্রার্থী তালিকা ঘিরে বিক্ষোভ শ্রীরামপুরে

BJP Agitation : তৃণমূলের পর প্রার্থী তালিকা ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করল বিজেপি কর্মী সমর্থকরা। শ্রীরামপুরের পৌরসভার প্রার্থী তালিকা প্রকাশ হতেই রিষড়া থেকে বিজেপি নেতারা এসে শ্রীরামপুর বিজেপি কার্যালয়ে জানিয়ে গিয়েছেন এই তালিকা তাঁরা মানছেন না।

Municipal Elections 2022 : শেষ বেলায় তালিকা প্রকাশেও হল না শেষ রক্ষা, বিজেপির প্রার্থী তালিকা ঘিরে বিক্ষোভ শ্রীরামপুরে
বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি সমর্থকরা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2022 | 8:09 PM

শ্রীরামপুর : ২৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ১০৮ টি পৌরসভায় নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তৃণমূলের তরফে ইতিমধ্যেই ১০৮ টি পৌরসভার জন্য প্রার্থী ঘোষণা করা হয়ে গিয়েছে। তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে বিক্ষোভ বেঁধেছে বিভিন্ন জায়গায় জায়গায়। তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ ঘিরে উত্তাল হয়েছে তৃণমূলের অন্দরের রাজনীতি। এই আবহে সোমবার বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার অন্তর্গত সবকটি পৌরসভার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তালিকা প্রকাশের পরই শ্রীরামপুর বিজেপি জেলা কার্যালয়ে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা কর্মীরা।

তৃণমূলের পর বিজেপিতেও প্রার্থী তালিকা ঘিরে বিক্ষোভ। শ্রীরামপুরের পৌরসভার প্রার্থী তালিকা প্রকাশ হতেই রিষড়া থেকে বিজেপি নেতারা এসে শ্রীরামপুর বিজেপি কার্যালয়ে জানিয়ে গিয়েছেন এই তালিকা তাঁরা মানছেন না। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, তাঁদের পছন্দের প্রার্থী না দিলে তাঁরা পদত্যাগও করবেন। রিষড়া মণ্ডল সভাপতি বিজয় পাণ্ডে অভিযোগ করেছেন, যাঁদের টিকিট দিলে রিষড়া পৌরসভা জিততে পারত বিজেপি তাঁদের টিকিট দেওয়া হয়নি। তিনি এই প্রার্থী তালিকা বদলের দাবি তুলেছেন এবং জানিয়েছেন এই প্রার্থী তালিকা না বদলালে বাকি কুড়ি জন প্রার্থী হবেন না। তিনি নিজেও পদত্যাগ করবে বলে জানান।

এই প্রার্থী তালিকা নিয়ে রিষড়ার বিজেপি মণ্ডল সভাপতি বলেছেন, “আজকে যে প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে তা পুরো ভুলভাল। আমরা রিষড়াতে পৌরসভাতে পৌর বোর্ড গঠনের পরিকল্পনা করেছিলাম। জেতা প্রার্থীদের নাম তালিকায় নেই। ২৩ টি ওয়ার্ডের মধ্যে আমরা ২০ জন প্রার্থী নাম প্রত্যাহার করছি। প্রার্থী বদল না করলে আমিও পদত্যাগ করব।”

এই ঘটনায় শ্রীরামপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি মোহন আদক জানিয়েছেন এটা সাময়িক ঘটনা। খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তিনি বলেছেন, “এটা ভারতীয় জনতা পার্টি। সবার ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করার ইচ্ছে রাখে। একটা ওয়ার্ড, একটা প্রার্থী কিন্তু নাম অধিক। কারোরই মনের মতো প্রার্থী হয় না। নয় জনের মন পাওয়া মুশকিল। সেই কারণে কারও কারও দুঃখ হয়েছে। তাঁরা রাজনীতিতে এসেছেন। নির্বাচনে লড়াই করবেন সেটাই স্বাভাবিক। আশা করছি যাঁরা দুঃখ করছেন তাঁদের সঙ্গে দলের পদ্ধতি মেনে বসে আলোচনা করলে সব ঠিক হয়ে যাবে।” তৃণমূলের সঙ্গে আঁতাত থেকে এই প্রার্থী নির্বাচন করার অভিযোগের প্রশ্নে তিনি বলেছেন, “তৃণমূলের সঙ্গে কে কোথায় আঁতাত করেছে তা আমি জানি না। আমি সংগঠন থেকে উঠে আসা ছেলে। আজ পর্যন্ত লড়াই করে করে এই জায়গায় এসে পৌঁছেছি। আমাকে কেনা এবং অন্যদিকে প্রভাবিত করা খুব কঠিন হবে। ” শ্রীরামপুরের পাশাপাশি বিজেপির প্রার্থী তালিকা ঘিরে বিক্ষোভ দেখা যায় মুর্শিদাবাদেও। উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় পৌরসভা নির্বাচনের জন্য আজ সন্ধেয় প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। প্রার্থী পছন্দ না হওয়ায় জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখায় জঙ্গিপুর পৌরসভার বিজেপির একাংশ।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা