Chinsurah death: সুফল বাংলার বিপণির ভিতরেই যুবক…, এমনভাবে দেখবেন কে ভেবেছিল
Chinsurah death: খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তে। সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
চুঁচুড়া: সুফল বাংলা বিপণি ভিতরে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার। যার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম শেখ সন্তু (৪০)। জানা গিয়েছে, তিনি দিনে অটো চালাতেন এবং রাত্রিবেলা নিরাপত্তারক্ষীর কাজ করতেন। শুক্রবার রাত্রবেলাও নিজের কাজ করছিলেন তিনি। এরপর শনিবার সকালে সুফল বাংলার কর্মীরা দেখেন মৃতদেহ পড়ে রয়েছে।
খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তে। সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। চুঁচুড়া হোসেনগলির বাসিন্দা শেখ সন্তু। গত পাঁচ বছর সুফল বাংলায় নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করছিলেন। তাঁর পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ খুন করা হয়েছে সন্তুকে।বছরখানেক আগেও তাঁকে রড দিয়ে মারা হয়েছিল বলে খবর।
বস্তুত, সুফল বাংলার দ্বিতল অনুষ্ঠান বাড়ি হিসেবে ভাড়া দেওয়া হয়। সেখানে কোনও সিসি ক্যামেরা না থাকায় ক্ষুব্ধ মৃতের পরিবার। এই বিষয়ে স্থানীয় তৃণমূল কর্মী মিলন চট্টোপাধ্যায় বলেন, “খুব ভাল মানুষ ছিলেন সন্তু।তৃণমূল কর্মী ছিলেন। মাঝে মধ্যেই তিনি সুফল বাংলার পাশেই তৃণমূল অফিসে আসতেন বসতেন। কী হয়েছিল, কী করে মারা গেল সেটা আন্দাজে বলা মুশকিল। পুলিশ দেখছে।”