Dacoity: রাত্রিবেলা এইসব করবে বলেই দাঁড়িয়েছিল, কিন্তু পুলিশ ধরে নিয়ে চলে গেল

Dacoity: পুলিশ সূত্রে খবর, গতকাল মধ্যরাতে ১০-১২ জন একটি দল তারকেশ্বরের কাঁড়ারিয়া এলাকায় শাবল,ভোজালি, অন্যান্য অস্ত্রসহ জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে। পুলিশ অভিযান চালিয়ে গতকাল গভীর রাতে তিন জনকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়।

Dacoity: রাত্রিবেলা এইসব করবে বলেই দাঁড়িয়েছিল, কিন্তু পুলিশ ধরে নিয়ে চলে গেল
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিলেনImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2024 | 1:15 PM

তারকেশ্বর: ভোজালি থেকে শুরু করে শাবল কী ছিল না। মাঝরাতে এই সব নিয়েই জড়ো হয়েছিল একদল দুষ্কৃতী। পুলিশের অনুমান, অত রাতে ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিলেন তাঁরা। তবে পুলিশ বুঝেছিল সবটা। হাতেনাতে গ্রেফতার হন সকলে।

পুলিশ সূত্রে খবর, গতকাল মধ্যরাতে ১০-১২ জন একটি দল তারকেশ্বরের কাঁড়ারিয়া এলাকায় শাবল,ভোজালি, অন্যান্য অস্ত্রসহ জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে। পুলিশ অভিযান চালিয়ে গতকাল গভীর রাতে তিন জনকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা কাঁড়ারিয়া এলাকার ব্যাঙ্ক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে ডাকাতি করার ছক ছিল। ধৃতদের আজ চন্দননগর আদালতে তোলা হয়।

এর আগে গতবছর হুগলিতে ডাকাতির ছক বানচাল করেছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির আগেই ডাকাতির উদ্দশ্যে জড়ো হওয়া ডাকাত দলকে গ্রেফতার করা হয়। চন্দননগর পুলিশ কমিশনারেট সেই অভিযান চালায়। এরপরই গ্রেফতার হয় কয়েকজন যুবক। জানা যায়, ব্যান্ডেল ইএসআই সংলগ্ন পরিত্যক্ত কোয়ার্টারে কাছে জড়ো হয় কিছু যুবক। সেই সময় ব্যান্ডেল ফাঁড়ির পুলিশের টহলদারি গাড়ির নজরে আসে ওই যুবকদের। পুলিশের গাড়ি দেখে যুবকরা পালাতে গেলে সন্দেহ হয় আধিকারিকদের। তারপরই হাতেনাতে পাকড়াও হয় তারা।