Dankuni BJP Rally: পুলিশের অনুমতি ছাড়াই বাইক র্যালি, গ্রেফতার ৬ বিজেপি কর্মী
Dankuni: মঙ্গলবার সকালে প্রথমে ডানকুনি হাউসিং মোড় এলাকা পরিদর্শন করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। এরপর শুরু হয় ধরপাকড়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অর্ণব ঘোষ সহ প্রায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিনের ভিডিয়ো ফুটেজ দেখে আরও ধরপাকড় চলবে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।
ডানকুনি: গত রবিবার অর্থাৎ ৭ জানুয়ারি ছিল বামেদের ব্রিগেড। ওই দিন পুলিশের অনুমতি ছাড়াই বাইক মিছিল করছিল বিজেপি। যা নিয়ে উত্তেজনা ছড়ায় ডানকুনিতে। পুলিশের সঙ্গে কার্যত খন্ডযুদ্ধ বেধে যায় বিজেপি নেতা কর্মীদের। এই ঘটনায় ছজন বিজেপি নেতা কর্মীকে গ্রেফতার করল পুলিশ।
মঙ্গলবার সকালে প্রথমে ডানকুনি হাউসিং মোড় এলাকা পরিদর্শন করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। এরপর শুরু হয় ধরপাকড়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অর্ণব ঘোষ সহ প্রায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিনের ভিডিয়ো ফুটেজ দেখে আরও ধরপাকড় চলবে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে। ধৃতদের আগামিকাল ধৃতদের শ্রীরামপুর আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, রবিবার ‘যুব সংকল্প বাইক যাত্রা’ নাম নিয়ে একটি মিছিল বের করে বিজেপি। ডানকুনি চৌমাথা থেকে শুরু হয় সেই মিছিল। ডোমজুড় থানা অবধি মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু বিজেপির বাইক মিছিল ডানকুনি হাউসিং মোড়ে আসতেই তা আটকে দেয় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন সুকান্ত মজুমদার। সেই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে ছজন বিজেপি কর্মীকে।