AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Goghat Tree: পুড়িয়ে দেওয়া হচ্ছে একের এক বড় গাছ, সবুজ ধ্বংসে ক্ষোভ উগরে দিলেন পরিবেশপ্রেমীরা

Goghat Tree: ঘটনাস্থল গোঘাট গ্রাম পঞ্চায়েতের বুঁইতা এলাকা। সেখানেই শ্মশানের পাশে বনসৃজন প্রকল্পের গাছ লাগানো হয়েছিল দুবছর আগে। অশ্বথ্থ, বট, শিশু সহ বিভিন্ন রকমের ফলের গাছ লাগানো হয়। এলাকার পরিবেশ প্রেমীরা গাছ লাগান। বড় বড় গাছ দিয়ে কার্যত তৈরি করা হয়েছিল বাগান।

Goghat Tree: পুড়িয়ে দেওয়া হচ্ছে একের এক বড় গাছ, সবুজ ধ্বংসে ক্ষোভ উগরে দিলেন পরিবেশপ্রেমীরা
পুড়ছে একটার পর একটা গাছImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 10, 2024 | 8:15 AM
Share

গোঘাট: পুড়ে যাচ্ছে শ’য়ে-শ’য়ে গাছ। ধ্বংস করা হচ্ছে একের পর এক সুবজ। সরকারি জায়গায় কীভাবে ধ্বংস হচ্ছে সবুজ? ক্ষোভ উগরে দিয়েছেন পরিবেশ প্রেমীরা। তবে কারা এই আগুন লাগিয়েছেন সে কথা জানেন না প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা।

ঘটনাস্থল গোঘাট গ্রাম পঞ্চায়েতের বুঁইতা এলাকা। সেখানেই শ্মশানের পাশে বনসৃজন প্রকল্পের গাছ লাগানো হয়েছিল দুবছর আগে। অশ্বথ্থ, বট, শিশু সহ বিভিন্ন রকমের ফলের গাছ লাগানো হয়। এলাকার পরিবেশ প্রেমীরা গাছ লাগান। বড় বড় গাছ দিয়ে কার্যত তৈরি করা হয়েছিল বাগান।

বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, সেই বনভূমি জ্বলছে। পুড়ে যাচ্ছে একের পর এক বড় গাছ। নষ্ট হয়েছে সাধের বনভূমি। ধ্বংস হয়ে যাচ্ছে সবুজ। দীর্ঘক্ষণ গাছের গোড়ায় আগুন জ্বলার জন্য শুকিয়েছে গাছের ডালপালা। আর এই নিয়েই শোরগোল পড়েছে এলাকায়। যদিও, বিষয়টি কিছুই জানেন না বলছেন প্রশাসন। সান্তনা মান্না বলেন, “গাছ কাটার কোনও অনুমতি দেওয়া হয়নি। কৃষকদের বারণ করা হয়েছে জমিতে আগুন না লাগানোর জন্য। তারপরও জমিতে আগুন ধরাচ্ছে। বিষয়টি শুনলাম। অবশ্যই ব্যবস্থা নেব।” পরিবেপ্রেমী অসিত মুখোপাধ্যায় বলেন, “অনেক গাছ লাগিয়েছিলাম। গাছগুলো অনেক বড় হয়েছিল। ওই গাছগুলো নৃশংস ভাবে পুড়িয়ে ফেলা হয়েছে। সবটা আইন দিয়ে হয়না। সচেতনতা দরকার।”