Hooghly: গ্রামেও এবার বাড়ি বাড়ি যাবে আবর্জনার গাড়ি, সাইকেলে পাড়ায় পাড়ায় ঘুরে বার্তা বিডিও-র
Hooghly: কোথায় আবর্জনা ফেলা উচিত, কীভাবে পরিবেশকে দূষণ মুক্ত রাখা যাবে, কী ভাবে একটু সচেতন হয়েই ডেঙ্গি দমন করা যায়, এই সব বিষয় বোঝান সাধারণ মানুষদের। একইসঙ্গে তিনি এও জানিয়েছেন আবর্জনা যাতে না জমে তার জন্য উদ্যোগী হয়েছে পঞ্চায়েতও।
গোঘাট: কলকাতা হোক বা জেলা, বর্ষার শুরু থেকে ডেঙ্গির দাপট বেড়েছে গোটা বাংলাতেই। হু হু করে বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অক্টোবর পেরিয়ে নভেম্বর চলে এলেও এখনও রোজই আসছে আক্রান্তের খবর। এই অবস্থায় জনমানসে ডেঙ্গি সচেতনতা বাড়াতে বড় উদ্য়োগ নিলেন খোদ বিডিও। নিজেই সাইকেল চালিয়ে ঘুরলেন পাড়ায় পাড়ায়। সঙ্গী সঙ্গী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ,প্রধান সহ আইসিডিএস কর্মীরা। শনিবার সকালে এই থবি দেখা গেল গোঘাটে। ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে, পরিবেশকে দূষণ মপক্ত রাখতে পাড়ায় পাড়ায় ঘুরে এলাকার বাসিন্দাদের কাছে মৌখিকভাবে আবেদন জানান গোঘাট ১ নম্বর বিডিও সম্রাট বাকচি।
কোথায় আবর্জনা ফেলা উচিত, কীভাবে পরিবেশকে দূষণ মুক্ত রাখা যাবে, কী ভাবে একটু সচেতন হয়েই ডেঙ্গি দমন করা যায়, এই সব বিষয় বোঝান সাধারণ মানুষদের। একইসঙ্গে তিনি এও জানিয়েছেন আবর্জনা যাতে না জমে তার জন্য উদ্যোগী হয়েছে পঞ্চায়েতও। ব্যবস্থা করা হয়েছে বিশেষ গাড়ির। সেই গাড়ি এসেই শহরের মতো বাড়ি বাড়ি ঘুরে জমিয়ে রাখা আবর্জনা তুলে নিয়ে যাবে। তাই যত্রতত্র যাতে কেউ আবর্জনা না ফেলেন তাই তিনি এ বিষয়ে সকলকে সতর্ক করেন সম্রাটবাবু।
বিডিও জানান, আবর্জনা, বর্জ্য সংগ্রহের জন্য টোটোর ব্যবস্থা করা হয়েছে। এই টোটোই গৃহস্থলীর পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের দোকানে দোকানে পৌঁছে যাবে। সরকারি উদ্যোগেই এলাকা পরিস্কার রাখার কাজ চলবে। গোঘাট পঞ্চায়েতে তারি হয়েছে নতুন বর্জ্য সেট। সেখানেই নিয়ে যাওয়া হবে সব আবর্জনা। তাই কেউ যাতে এদিক-ওদিক না ফেলেন এদিন সে বিষয়ে বারবার সতর্ক করেন তিনি।