Gun Shot in Hooghly: আচমকা গুলির শব্দ! প্রাক্তন তৃণমূলের পুর-চেয়ারম্যানের বাড়ির সিসিটিভিতে ধরা পড়ল ছবি

TMC clash: অরিজিতার অভিযোগ, শনিবার রাত সাড়ে ১০টার সময় তিনটি বাইকে করে দুষ্কৃতীরা এসে দুই রাউন্ড গুলি চালিয়ে যায়। সেই গুলি চালানোর ছবি ধরা পড়েছে সিসিটিভিতে।

Gun Shot in Hooghly: আচমকা গুলির শব্দ! প্রাক্তন তৃণমূলের পুর-চেয়ারম্যানের বাড়ির সিসিটিভিতে ধরা পড়ল ছবি
প্রাক্তন চেয়ারম্যানের বাড়ি, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2021 | 8:33 PM

হুগলি:  কলকাতা পুরভোট মিটতেই এ বার রাজ্যের বকেয়া পুরভোট মেটাতে তৎপর সরকার।  ভোটে যাতে কোনওভাবে  হিংসার পরিবেশ না তৈরি হয়, তারজন্য আগেভাগেই গাইডলাইন তৈরি করেছে তৃণমূল (TMC )। কিন্তু, সবকিছুর পরেও অশান্তি রোখা যাচ্ছে কই? শনিবার রাতে, বাঁশবেড়িয়ার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগ ওঠে  তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুরভোটের আগে চেয়ারম্যান ও  তাঁর স্বামীকে ভয় দেখানোর জন্যই এই হামলা বলে অভিযোগ অরিজিতা শীলের।

অরিজিতাদেবীর অভিযোগ, পুরভোটে যাতে তিনি প্রতিদ্বন্দ্বিতা না করেন সেই জন্যই গুলি চালিয়ে হামলা করেছে দুষ্কৃতীরা। বাড়ির সামনে আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। শুধু, তাই নয়, অরিজিতার স্বামী সোনা শীলকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযোগ।

গুলি চালানোর ঘটনায় অরিজিতার মন্তব্য, “আমি ২০১০ সাল থেকে তৃণমূল দলটা করছি। আমার স্বামীর নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। বাড়িতে রেইড পর্যন্ত করে গিয়েছে পুলিশ। আমি যাতে পুরভোটে দাঁড়াতে না পারি, তার জন্য এই চক্রান্ত চলছে। আমি তো দলের বাইরের কেউ নই। আমি তো তৃণমূলেরই। তাহলে কেন এমন হামলা করা হচ্ছে!”

ঠিক কী হয়েছিল? অরিজিতার অভিযোগ, শনিবার রাত সাড়ে ১০টার সময় তিনটি বাইকে করে দুষ্কৃতীরা এসে দুই রাউন্ড গুলি চালিয়ে যায়। সেই গুলি চালানোর ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। শুধু তাই নয়, গুলির আওয়াজ শুনে যখন বাইরে আসেন অরিজিতা তখন সকলে পগার পার! কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও স্পষ্ট জানা যায়নি। অরিজিতার অভিযোগ, এভাবে যদি বাড়ির সামনে গুলি চালানো হয় তাহলে এরপর বড় কোনও বিপদও হতে পারে। এরফলে কার্যত নিরাপত্তার অভাববোধ করছেন তিনি।

অরিজিতার কথায়, “আজ আমার বাড়ির সামনে গুলি চলল, কাল যে বোম ফেলবে না, তার গ্যারান্টি কী রয়েছে! আমি গত ২ বারের কাউন্সিলর,  ৫ বছরের চেয়ারম্যান ছিলাম। আমার সঙ্গে কেন এমন করা হবে! আমি মানুষের হয়ে কাজ করার জন্য এসেছি। আমি থানায় অভিযোগ দায়ের করব।”

প্রসঙ্গত, গত ১১ মে, বাঁশবেড়িয়ার উপপ্রধান আদিত্য নিয়োগের উপর গুলি চালায় দুষ্কৃতীরা। সেই গুলিকাণ্ডের ঘটনায় বিদায়ী চেয়ারম্যান অরিজিতা শীলের স্বামী সোনা শীলকেও গ্রেফতার করে পুলিশ। তারপর থেকেই বিভিন্ন সময়ে অরিজিতার বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ। তবে বিজেপির দাবি সামনেই পৌর ভোট। সেটাকে মাথায় রেখে তৃণমূলের লোকেরা নিজেরাই এই গুলি চালানো ঘটনা ঘটিয়েছে। বাঁশবেড়িয়ায় তৃণমূলের প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। গুলিকাণ্ডের ঘটনায় সবদিক তদন্ত করে দেখছে বাঁশবেড়িয়া থানার পুলিশ।

আরও পড়ুন: Matua Politics: ‘কোনও বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন নয়’, মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদকের পোস্ট ঘিরে জল্পনা!