Hooghly: নবান্ন অভিযানের আগে আগ্নেয়াস্ত্র কার্তুজ-সহ গ্রেফতার এক চক্র

Hooghly: রবিবার রাতে বৈদ্যবাটি দির্ঘাঙ্গী মোড় এলাকায় দিল্লি রোডের উপর পুলিশের নাকা চেকিং চলছিল। সেসময় একটি গাড়িটিকে আটক করে পুলিশ। তল্লাশি করতে গেলে গাড়ি ছেড়ে পালায় গাড়ির চালক, ২ টি নাইন এমএম পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ সহ ৫ জনকে গ্রেফতার করে শ্রীরামপুর থানায় পুলিশ।

Hooghly: নবান্ন অভিযানের আগে আগ্নেয়াস্ত্র কার্তুজ-সহ গ্রেফতার এক চক্র
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৫Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2024 | 4:22 PM

হুগলি: নবান্ন অভিযানের আগে বৈদ্যবাটিতে আগ্নেয়াস্ত্র কার্তুজ-সহ গ্রেফতার পাঁচজন।  ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। চন্দননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈদ্যবাটি দীর্ঘাঙ্গি মোড়ে নাকাচেকিং চলাকালীন আগ্নেয়াস্ত্র সহ পাঁচ দুষ্কৃতীকে ধরে পুলিশ। আটক করা হয় একটি স্করপিও গাড়ি। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম শিবনাথ বিশ্বাস (৩৬) , সৌম সুরুল (৩৩), সুমিত দাস(২০) ,স্বস্তি দাস (৩০) , দীপক সিং( ২৬)। ধৃতরা সকলেই শ্রীরামপুরের বাসিন্দা।

রবিবার রাতে বৈদ্যবাটি দির্ঘাঙ্গী মোড় এলাকায় দিল্লি রোডের উপর পুলিশের নাকা চেকিং চলছিল। সেসময় একটি গাড়িটিকে আটক করে পুলিশ। তল্লাশি করতে গেলে গাড়ি ছেড়ে পালায় গাড়ির চালক, ২ টি নাইন এমএম পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ সহ ৫ জনকে গ্রেফতার করে শ্রীরামপুর থানায় পুলিশ।

দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ। ধৃতদের মধ্যে দুজনের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আগ্নেয়াস্ত্র নিয়ে তারা কোথায় যাচ্ছিল, কী উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। রাত পোহালেই নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। তার আগে নাকায় সাফল্য পেল শ্রীরামপুর থানার পুলিশ।