বিজেপি নেতাকে গুলি করে কোপানোর অভিযোগ, উত্তপ্ত খানাকুল
বিজেপি কর্মীকে (Bengal BJP) ব্যাপক মারধরের পর গুলি করার অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা হুগলির (Hooghly) খানাকুল (Khanakul)। আশঙ্কাজনক অবস্থায় ওই কর্মী আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ তির তৃণমূলের (TMC) দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
হুগলি: বিজেপি নেতাকে (Bengal BJP) ব্যাপক মারধরের পর গুলি করার অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা হুগলির (Hooghly) খানাকুল (Khanakul)। আশঙ্কাজনক অবস্থায় ওই কর্মী আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ তির তৃণমূলের (TMC) দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
খানাকুলের কিশোরপুর এলাকার শাঁখারিপাড়া এলাকার বিজেপি নেতা ঘনশ্যাম রানা বুধবার রাতে নিজের বাড়িতেই ছিলেন। তিনি এলাকায় দলের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন। রাত বারোটা নাগাদ ঘরের সামনেই একটি পাঁচিলে বসে ছিলেন ঘনশ্যাম। অভিযোগ, হঠাৎ এলাকায় শুরু হয় ব্যাপক বোমাবাজি। কিছু ঠাওর করার আগেই ঘনশ্যামকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা।
আরও পড়ুন: এক রাতেই শারীরিক অবস্থার বেশ খানিকটা বদল! ফিরহাদের তত্ত্বাবধানে জেলের সিনিয়র মেডিক্যাল অফিসার
রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে, ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ। গুলির শব্দ শুনতে পেয়ে স্থানীয় ও পরিবারের সদস্যরা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাঁকে উদ্ধার করে আরমবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অবশ্য সমস্ত দায় অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে।