Hooghly Body: বন্ধুর বাড়িতে প্রসাদ দিয়ে ফেরার কথা ছিল, যুবকের অস্বাভাবিক মৃত্যু
Hooghly Body: ওই এলাকার একটি আশ্রম থেকে প্রসাদ নিয়ে এক বন্ধুর বাড়িতে দিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁর....
হুগলি: এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল তারকেশ্বরে। মৃত যুবকের নাম শুভঙ্কর সিং (৩৬)। তাঁর বাড়ি তারকেশ্বরের মোহন বাটি এলাকায়। বৃহস্পতিবার রাতে তারকেশ্বর কাঁরারিয়া রোডে কুলতেঘড়ি এলাকায় ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন কয়েক জন। খবর দেওয়া হয় থানায়। প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করে তাঁঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন।কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার একটি আশ্রম থেকে প্রাসাদ নিয়ে এক বন্ধুর বাড়িতে দিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁর, অনেক রাত হয়ে গেলেও বাড়ি না ফেরার খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোক। পরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারেন ঘটনাটি। যদিও পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ তোলা হয়েছে এবং তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, কোনও গাড়ির ধাক্কায় এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে ময়না তদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ কী। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারকেশ্বর থানার পুলিশ। স্থানীয় এক বাসিন্দা বলেন, “ঘটনাটা ভীষণ অস্বাভাবিক। ভাবা যাচ্ছে না কীভাবে ঘটল ঘটনাটা।” পুলিশ ওই যুবকের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে। আদৌ কোনও দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। তাঁদের কারোর ওপর সন্দেহ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কথা বলা হচ্ছে, যে বন্ধুর বাড়িতে শেষবার ওই যুবক গিয়েছিলেন, তাঁর সঙ্গেও। পুলিশ দেখতে চাইছে, পুরনো কোনও শত্রুতার বিষয়টি এর নেপথ্যে থাকতে পারে কিনা। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।