Hooghly BJP : বিজেপি কর্মী ও পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৯ তৃণমূল কর্মী
Bengal BJP: আগামী ২৫ ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জন্মদিন পালন করার জন্য শুক্রবার দিন বিজেপি-র একটি মিটিং চলছিল।
হুগলি: বিজেপি-র পার্টির অফিস ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ। পুলিশের হাতে গ্রেফতার ন’জন। এরা প্রত্যেকেই এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত।
আগামী ২৫ ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জন্মদিন পালন করার জন্য শুক্রবার দিন বিজেপি-র একটি মিটিং চলছিল। অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মীরা হামলা চালায় পার্টি অফিসে। সেই ঘটনায় গতকাল রাত্রিবেলাই ৯ জনকে গ্রেফতার করে পাণ্ডুয়া থানার পুলিশ।
সূত্রের খবর, রাজনৈতিক অস্থিরতা যাতে না তৈরি হয় তার জন্য নিরাপত্তার স্বার্থে অভিযুক্তদের মগড়া থানা রাখা হয়। শনিবার অভিযুক্তদের চুঁচুড়া আদালতে তোলা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন শেখ সাবীর, রাজু দে, শেখ ইবরাম, আবদুল খালিদ, শেখ মুরশেদ, চন্দন রায়, জিতেন্দ্র সিং, সাদ্দাম হোসেন, চিতন রয়।
এ দিকে, গতকালের ঘটনার পর আজ ঘটনাস্থলে পৌঁছন পুড়শুড়ার বিধায়ক তথা বিজেপি রাজ্য সম্পাদক বিমান ঘোষ। এ দিন তিনি বিজেপির পার্টি অফিস পরিদর্শন করেন। আহত বেশ কয়েকজনের কর্মীদের পরিবারের সঙ্গেও কথা বলেন।
এ নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুইন বলেন, “বিজেপি সিপিএম এক হয়ে গেছে। যাঁরা বামে ছিল তারা এখন রাম হয়েছে। এটা বিজেপির গোষ্ঠী কোন্দল। স্থানীয় সমস্যাকে চাইছে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে। তাহলে তারা রাজনৈতিক ফায়দা তুলতে পারবে।” এরপর গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, “এখন সকলেই তৃণমূল। ২০২১ এর আগে অনেকে পাঁচিলের উপরে বসেছিল। একুশের রেজাল্ট ভাল হওয়াতে এখন সবাই তৃণমূল হয়ে গিয়েছে।”
অপরদিকে, পুড়শুড়া বিধায়ক বিমান ঘোষ বলেন, “অনেকে গ্রেফতার হয়েছে। তারা প্রত্যেকেই তৃণমূলের। কিন্তু সঞ্জয় ঘোষ মঞ্জুল হোসেন এরা কোথায়? এরাই মূল আসামী। তাঁদের দু’জনকে গ্রেফতার করতেই হবে। আগামী ২৪ তারিখ লকেট চট্টোপাধ্যায় পান্ডুয়ায় আসবেন। আজ আমাদের বিক্ষোভ কর্মসূচি আছে। সামনে পঞ্চায়েত ভোট আছে। আমরা আগে থেকেই ছটা সিট দিতে আছি। তৃণমূল চায় না বিজেপি জিতুক।”