Hooghly Lynching: উৎসবের স্থান থেকে বেশ কিছু জিনিস খোয়া গিয়েছিল, পরিণতিতে যুবকের সঙ্গে ঘৃণ্য আচরণ

Hooghly Lynching: ঘটনাস্থল থেকে ওই যুবক কে উদ্ধার করে তারকেশ্বর থানার পুলিশ এবং তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

Hooghly Lynching: উৎসবের স্থান থেকে বেশ কিছু জিনিস খোয়া গিয়েছিল, পরিণতিতে যুবকের সঙ্গে ঘৃণ্য আচরণ
যুবককে গণপিটুনির অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2022 | 9:21 AM

হুগলি: চোর সন্দেহে পোস্টারে বেঁধে যুবকে বেধড়ক মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল তারকেশ্বরে।  পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের মানিকপল্লি এলাকায় এক যুবককে গণপিটুনি দেওয়ার অভিযোগ ওঠে। প্রায় ঘণ্টা খানেক পোস্টে বেঁধে ওই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ওই যুবক কে উদ্ধার করে তারকেশ্বর থানার পুলিশ।  তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম বাদল দাস। বাড়ি তারকেশ্বরের জ্যোৎসম্ভু এলাকায়।

জানা গিয়েছে, গত তিন ধরে জয়কৃষ্ণ বাজার এলাকায় অনুষ্ঠিত হচ্ছে ভাগবৎ উৎসব, সেই উৎসব স্থান থেকে বেশ কিছু জিনিস পত্র চুরি হয়ে গিয়েছে। বুধবার বিকালে বাদল দাসকে চোর সন্দেহে মানিকপল্লি এলাকায় নিয়ে যায় বেশ কয়েক জন বাসিন্দা।এর পরই তাঁকে ইলেকট্রিক পোস্টে বেঁধে বেধড়ক মারধোর করে এলাকার বাসিন্দারা। পেশায় নৃত্য শিল্পী বাদল দাসের অভিযোগ, তাঁকে চুরির অপবাদ দিয়ে বেশ কয়েক জন ধরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন। বাদল জানান, তিনি চুরির ঘটনায় কোনওভাবেই যুক্ত নন, তবু কেবল সন্দেহের বশেই তাঁকে মারধর করা হয়েছে।

ভাগবৎ উৎসব কমিটির এক সদস্য গৌর অধিকারী জানান, তাঁদের উৎসব স্থান থেকে বেশ কিছু জিনিসপত্র চুরি হয় মঙ্গলবার রাতে। যাকে ধরা হয়েছিল সেই যুবক, এই চুরির সাথে যুক্ত বলে জানান তিনি। তবে পুলিশকে জানানো হয়নি কেন, তা জানতে চাওয়া হলে সাফাই দেন মারধর করা হয়নি।

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় কোনও অভিযোগ হয়নি থানায়। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উৎসব কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।