Hooghly: স্টেট জেনারেল হাসপাতালের পাশের পুকুর থেকে উদ্ধার নিখোঁজ রোগীর দেহ
Hooghly: হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়া এবং পুকুর থেকে একজনের মৃতদেহ উদ্ধার হওয়ায় বিজেপি কর্মী সমর্থকরা উত্তরপাড়া হাসপাতালে বিক্ষোভ দেখান।

হুগলি: হাসপাতালের পাশের পুকুর থেকে উদ্ধার নিখোঁজ রোগীর দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। নাম অভয় পাঠক (৭২)। তাঁদের বাড়ি হিন্দমোটর ১ নম্বর ওয়ার্ডের বৈদিক পাড়া এলাকায়। মঙ্গলবার সকালে সামান্য শারীরিক অসুস্থতা নিয়ে উত্তরপাড়ার স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন। মৃত ব্যক্তির ছেলে প্রদীপ পাঠক জানান, হাসপাতালে ভর্তি করার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর মৃতদেহ পাশের পুকুরে ভাসতে দেখা গিয়েছে। কীভাবে হাসপাতালের মধ্যে থেকে একজন রোগী বেরিয়ে গেলেন, কীভাবে সকলের নজর এড়িয়ে মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি।
হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া বলেন, “খুবই দুঃখ জনক ঘটনা। আমি সুপারের সঙ্গে কথা বলেছি। দু’জন নিখোঁজ ছিলেন। থানায় নিখোঁজ ডায়েরি হয়েছিল। একটা তদন্ত কমিটি গড়ে ঘটনার তদন্ত হবে। আমি জেলা স্তরের তিন জন অফিসারকে পাঠিয়ে রিপোর্ট নেব। যদি নিরাপত্তার কোনও গাফিলতি থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।”
হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়া এবং পুকুর থেকে একজনের মৃতদেহ উদ্ধার হওয়ায় বিজেপি কর্মী সমর্থকরা উত্তরপাড়া হাসপাতালে বিক্ষোভ দেখান। উত্তরপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমিত চক্রবর্তী বলেন, “উত্তরপাড়া হাসপাতালে পরিকাঠামো যথেষ্ট ভাল, নজরদারিও আছে। তবে এই ধরনের ঘটনা কখনই কাম্য নয়। কীভাবে তা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে।”





