Hooghly: হুগলির বিভিন্ন জায়গায় জারি হবে ১৪৪ ধারা, কোথায়-কোথায়, কবে জানুন
Hooghly: পুলিশ সূত্রে খবর, গতবারের ভোটের সময় কয়েকটি এলাকা থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল। সেই সব এলকাগুলিকে চিহ্নিত করা হয়। এরপর ভোট পরবর্তী হিংসা রুখতে মহকুমা শাসকের কাছে ১৪৪ ধারা জারি করার আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে।
হুগলি: ভোট পরবর্তী হিংসা রুখতে প্রশাসনের উদ্যোগ। হুগলিতে জারি হবে ১৪৪ ধারা। জানা যাচ্ছে হুগলি জেলার একাধিক ব্লকে প্রায় ৭২ ঘণ্টার জন্য জারি করা হচ্ছে এই ১৪৪ ধারা। প্রসঙ্গত, হুগলি ছাড়া সন্দেশখালির বিভিন্ন জায়গায় জারি হয়েছে ১৪৪ ধারা।
পুলিশ সূত্রে খবর, গতবারের ভোটের সময় কয়েকটি এলাকা থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল। সেই সব এলকাগুলিকে চিহ্নিত করা হয়। এরপর ভোট পরবর্তী হিংসা রুখতে মহকুমা শাসকের কাছে ১৪৪ ধারা জারি করার আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে। সেই মতো আগামিকাল ভোর পাঁচটা থেকে ৬ ই জুন সন্ধ্যা ৬ টা পযন্ত জারি করা হচ্ছে ১৪৪ ধারা।
কোথায় কোথায় ১৪৪ ধারা?
জানা গিয়েছে, হুগলির তারকেশ্বর,জাঙ্গিপাড়া,চণ্ডীতলা,মগড়া,বলাগড়,খানাকুল, গোঘাট ব্লক সহ একাধিক ব্লকের বিভিন্ন এলাকায় আগামিকাল সকাল থেকে জারি করা হচ্ছে ১৪৪ ধারা। অন্যদিকে তারকেশ্বরের চাঁপাডাঙা বাজার ও বাস স্ট্যান্ড, দত্তপুর মোড়, ট্যাগড়া মোড় ,তাজপুর, পিয়াসরা এবং সাহাপুর এলাকায় আগামিকাল সকাল থেকেই জারি হচ্ছে ১৪৪ ধারা।
পুলিশ সূত্রে খবর, হুগলি জেলায় ১৪৪ ধারা জারি করা এলাকাগুলিতে মোট ১০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। যা বিভিন্ন এলাকায় প্রতিটি থানায় ২ থেকে ৪ সেকশন পযন্ত কেন্দীয় বাহিনী মোতায়েন করার প্রক্রিয়া শুরু করা হয়েছে আজ থেকেই।
মূলত বিগত লোকসভা কিংবা পঞ্চায়েত বা বিধান সভার ভোটের ফল প্রকাশের দিন থেকেই জেলার একাধিক এলাকায় হিংসার ঘটনা লক্ষ করা গিয়েছে।এই বছরই প্রথম ভোট পরবর্তী হিংসা রুখতে এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে। যা নিয়ে সাধরণ মানুষের মধ্যে ব্যাপক হইচই পড়ে গিয়েছে। গতকাল থেকেই যেসব এলাকায় ১৪৪ ধারা জারি করা হচ্ছে সেই সব এলাকায় মাইকিং করে প্রচার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে হিংসা রুখতে কতটা কার্যকরি হয় তা গতকালই বোঝা যাবে।