Chinsurah: বাড়িতে একা মহিলা বাথরুমে যেতেই কেউ লাগাল ছিটকিনি, CCTV-তে ধরা পড়ল আসল কারণ, তাজ্জব ঘটনা চুঁচুড়ায়

Chinsurah: হুগলির চুঁচুড়া থানার কোদালিয়া দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের বৈশাখী স্মরণী এলাকার ঘটনা। জানা গিয়েছে, সৃজিত গোস্বামী ও শ্রাবণী গোস্বামী এই এলাকায় বসবাস করেন। সৃজিতবাবু গ্যাসের অফিসে চাকরি করেন। মঙ্গলবার সকালে তিনি নিত্যদিনের মতো অফিসের কাজে বেরিয়ে যান।

Chinsurah: বাড়িতে একা মহিলা বাথরুমে যেতেই কেউ লাগাল ছিটকিনি, CCTV-তে ধরা পড়ল আসল কারণ, তাজ্জব ঘটনা চুঁচুড়ায়
শ্রাবণী গোস্বামীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2024 | 8:55 AM

চুঁচুড়া: বাড়িতে স্বামী ছিলেন না। পরিচারিকাও কাজ করে বেরিয়ে গিয়েছিলেন। ফাঁকা ঘরে একাই ছিলেন মহিলা। গিয়েছিলেন শৌচালয়ে। আর তার মধ্যেই ঘরের ভিতরে ঘটে গেল ভয়ানক কাণ্ড।

হুগলির চুঁচুড়া থানার কোদালিয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের বৈশাখী স্মরণী এলাকার ঘটনা। জানা গিয়েছে, সৃজিত গোস্বামী ও শ্রাবণী গোস্বামী এই এলাকায় বসবাস করেন। সৃজিতবাবু গ্যাসের অফিসে চাকরি করেন। মঙ্গলবার সকালে তিনি নিত্যদিনের মতো অফিসের কাজে বেরিয়ে যান। বাড়ির পরিচারিকাও বেলা বারোটা নাগাদ কাজ করে বেরিয়ে যান। গোটা বাড়িতে একাই ছিলেন শ্রাবণী দেবী।

গৃহকর্ত্রী জানান,তিনি দুপুর নাগাদ বাড়ির দরজায় ছিটকিনি লাগিয়ে শৌচালয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পর সেখান থেকে বেরোতে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে আটকানো। ডাকাডাকি করলেও কারোর সাড়া শব্দ পাওয়া যায় না। এরপর জোরে-জোরে দরজায় ধাক্কা মারেন।

বাইরে বেরিয়ে কার্যত আঁতকে ওঠেন তিনি। দেখেন ঘরের দরজা অর্ধেক খোলা। ভিতরে গিয়ে দেখেন আলমারির লকার ভাঙা। নগদ টাকা ও সোনাদানা যা ছিল সব চুরি হয়ে গিয়েছে। গোস্বামী দম্পতি জানান,আলমারির ভিতর নগদ ৭০ হাজার টাকা ছিল। সোনার গহনা ছিল প্রায় ২০ গ্রাম। এই ভাবে চুরি হওয়ায় তাঁরাও হতবাক। অপরদিকে, এলাকার বাসিন্দারা জানান, ভর দুপুরে এইভাবে চুরি হওয়ায় তারা আতঙ্কিত। এলাকায় মহিলারা পুরনো কাপড় কেনার জন্য আসেন অনেক সময়,অনেক হকারও আসেন। কিন্তু বাড়ির ভিতর ঢুকে এভাবে দরজা বাইরে থেকে আটকে দিয়ে চুরির ঘটনা দুঃসাহসিক।

ইতিমধ্যে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে পুলিশ গিয়ে তদন্ত শুরু করে। কোদালিয়া দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় সিসিটিভি আছে। সেই ফুটেজ দেখেই তদন্ত শুরু করেছে পুলিশ।