রথের সকালে গোডাউন থেকে গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, গঙ্গায় স্নান করতে নেমে স্থানীয়রা দেখলেন…

Howrah Fire: ভোরবেলায় গঙ্গায় স্নান করতে যাওয়া স্থানীয় বাসিন্দারা ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তাঁরাই প্রথমে খবর দেন দমকলে।

রথের সকালে গোডাউন থেকে গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, গঙ্গায় স্নান করতে নেমে স্থানীয়রা দেখলেন...
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2021 | 8:00 AM

হাওড়া: সাত সকালে হাওড়ার একটি তুলোর গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৭ টি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়ার (Howrah) ডিভিশন্যাল অফিসার তপন কুমার ঘোষ। রয়েছেন গোডাউনের মালিক সুনীল টিব্রেওয়াল।

হাওড়ার বাদাঘাট সংলগ্ন মড়াপোড়া ঘাট এলাকায় এক তুলার গোডাউনে ভোর রাতে আগুন লাগে। ভোরবেলায় গঙ্গায় স্নান করতে যাওয়া স্থানীয় বাসিন্দারা ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তাঁরাই প্রথমে খবর দেন দমকলে। গোডাউনের ভিতর দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত।

ঘিঞ্জি এলাকায় দমকলের ইঞ্জিন ঢুকতে কিছুটা দেরি হয়। আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। এখনও সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলকর্মীরা অনর্গল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এলাকা জনবসতিপূর্ণ হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্য়ে। তবে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন দমকল কর্মীরা।

আরও পড়ুন: সোমে দিল্লিতে নাড্ডা-দিলীপ সাক্ষাৎ, কথা হতে পারে বেসুরোদের নিয়ে

সকালে গোডাউনে আগুন লাগার খবর পেয়েই পৌঁছেছেন মালিক। তিনিও কর্মীদের আশ্বস্ত করছেন। কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বার করতে তদন্ত হবে। গোডাউনে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে।