Jamatara Gang: একতলা থেকে লাফিয়েও হল না লাভ, উত্তরপাড়া থেকে গ্রেফতার জামতাড়ার ৪ সদস্য
Jamatara Gang: পুলিশ সূত্রে জানা গিয়েছে,মাস দেড়েক ধরে হাউসিংয়ের একটি ফ্ল্যাটে থাকছিল অভিযুক্ত চার যুবক। ফ্ল্যাট থেকে খুব একটা বের হতেন না তাঁরা। সারাদিন ঘরেই ল্যাপটপে মুখ গুঁজেই থাকতেন তাঁরা। তখনই তাঁদের গতিবিধিতে সন্দেহ হয় বাসিন্দাদের।
উত্তরপাড়া: জামতাড়া গ্যাং পাকড়াও হুগলির উত্তরপাড়ায়। পুলিশকে দেখেই একতলা থেকে লাফ মেরে পালানোর চেষ্টা এক অভিযুক্তের। তবে গ্রেফতার চারজন। গোপন সূত্রে উত্তরপাড়া থানার কানাইপুর ফাঁড়ি পুলিশের কাছে জামতাড়া গ্যাংয়ের বিষয়ে আগেই খবর ছিল। এরপর পুলিশ আধিকারিকরা বেঙ্গল শ্রীরাম হাউজিংয়ের ভিতর থেকে জামতাড়া গ্যাং-য়ের ৪ সদস্যকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে তিনটি ল্যাপটপ তিনটি মোবাইল ফোন, একাধিক সিম কার্ড, ডেবিট কার্ড ও কিউ আর কোড উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মাস দেড়েক ধরে হাউসিংয়ের একটি ফ্ল্যাটে থাকছিল অভিযুক্ত চার যুবক। ফ্ল্যাট থেকে খুব একটা বের হতেন না তাঁরা। সারাদিন ঘরেই ল্যাপটপে মুখ গুঁজেই থাকতেন তাঁরা। তখনই তাঁদের গতিবিধিতে সন্দেহ হয় বাসিন্দাদের। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বুধবার ওই ফ্ল্যাটে অভিযান চালায়। পুলিশকে দেখা মাত্রই একজন একতলা থেকে নিচে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁকে ধরেও ফেলে। ফ্ল্যাটের ভিতর থেকে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তরা অনলাইন প্রতারণা চক্র চালাত বলে অভিযোগ। ধৃতদের মধ্যে দুজন বিহার ও দুজন ছত্তিশগঢ়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। আজ তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।
প্রসঙ্গত, গত কয়েক মাসে শুধু উত্তরপাড়া থানা এলাকা থেকেই একাধিক অনলাইন প্রতারণার অভিযোগ হয়েছে চন্দননগর পুলিশের সাইবার ক্রাইম থানায়। এরপরই তল্লাশি অভিযান চালানো হয়। আর পুলিশের হাতে আসে চার অভিযুক্ত যুবক।