Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kali Puja 2022: ১ লাখ ২০ হাজার দেশলাই কাঠির প্রতিমাসজ্জা! ডানকুনিতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা

Dankuni: গোটা প্রতিমাসজ্জা করা হয়েছে দেশলাই কাঠি দিয়ে। সব মিলিয়ে ১ লক্ষ ২০ হাজার দেশলাই কাঠি ব্যবহার করা হয়েছে কালী প্রতিমার সাজসজ্জার জন্য।

Kali Puja 2022: ১ লাখ ২০ হাজার দেশলাই কাঠির প্রতিমাসজ্জা! ডানকুনিতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা
দেশলাই কাঠি দিয়ে প্রতিমাসজ্জা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2022 | 8:03 PM

ডানকুনি: কালীপুজোয় (Kali Puja 2022) জেলায় জেলায় থিম পুজোর ঢল। কোথাও মণ্ডপসজ্জা, কোথাও আবার প্রতিমাসজ্জা, আবার কোথাও বা আলোকসজ্জা… কোনটা ছেড়ে কোনটা দেখবেন? ডানকুনির (Dankuni) মাইতি পাড়ার আমরা সবাই ক্লাবের কালীপুজোয় এবার চমক দেবী প্রতিমার সাজসজ্জায়। গোটা প্রতিমাসজ্জা করা হয়েছে দেশলাই কাঠি দিয়ে। সব মিলিয়ে ১ লক্ষ ২০ হাজার দেশলাই কাঠি ব্যবহার করা হয়েছে কালী প্রতিমার সাজসজ্জার জন্য। নিখুঁত কারুকার্য ফুটে উঠেছে ক্লাবকর্তাদের ভাবনায়। আর তা দেখার জন্য ভিড় জমাচ্ছেন বহু দর্শনার্থী। এই বছর ৩৫ বছরে পা দিল এই আমরা সবাই ক্লাবের কালীপুজো। কালীপুজার মণ্ডপ থেকে এবার পুজো উদ্যোক্তাদের বার্তা, ‘একতাই শক্তি’।

একটি দেশলাই কাঠি। কত সামান্য একটি জিনিস। আর তা দিয়েই নিখুঁতভাবে সাজিয়ে তোলা হয়েছে দেবী প্রতিমা। কীভাবে দেশলাই কাঠি দিয়ে প্রতিমাসজ্জার ভাবনা এল ক্লাবকর্তাদের মাথায়? ক্লাবের বৈঠকে আলোচনা হয়েছিল, এমন কিছু একটা বার্তা দিতে হবে, যাতে বোঝানো যায় – খুব তুচ্ছ জিনিসেরও যে গুরুত্ব অপরিসীম। সেই থেকেই এই দেশলাই কাঠির ভাবনা। তাঁদের কথায়, একটি দেশলাই কাঠি কত সামান্য একটি জিনিস, কিন্তু সেগুলিকে একসঙ্গে মিলিয়ে কী সুন্দরভাবে কাজ করা যায় সেটিই দেখানো হয়েছে।

প্রসঙ্গত, এই দেবী প্রতিমা বাইরের কোনও শিল্পীকে দিয়ে তৈরি করানো হয় না। ক্লাবের সদস্যরাই নিজেদের উদ্যোগে এই প্রতিমা তৈরির কাজ শুরু করেন। এমনটাই জানালেন বাপ্পা মণ্ডল নামে এক ক্লাবের সদস্য। তিনি জানান, দুর্গাপুজোর পঞ্চমীর দিন কালীপুজোর প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে যায়। প্রতিদিন প্রায় ৪-৫ ঘণ্টা করে কাজ করতে হয়েছে। প্রতিটি দেশলাই কাঠিকে মাপমতো কাটা, সেগুলির প্রয়োজনীয় নকশা তৈরি করা, সবই করেছেন ক্লাবের সদস্যরা নিজেরাই। প্রায় ১ লাখ ২০ হাজার দেশলাই কাঠি ব্যবহার করা হয়েছে প্রতিমাকে সাজিয়ে তোলার জন্য। দেবী প্রতিমার এই নিখুঁত কারুকার্য দেখার জন্য ভিড় করতে শুরু করেছেন বহু মানুষ।