RG Kar Protest: ‘হোক মিরাকেল, ধরা পড়ুক দোষীরা’, তারকেশ্বরে মহাদেবের কাছে প্রার্থনা কলেজ ছাত্রীদের

RG Kar Protest: প্রসঙ্গত, তিলোত্তমা হত্যার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা রাজ্য। গর্জে উঠেছে গোটা দেশ। রাত দখলের অভিযান করে ফেলেছেন রাজ্যের মেয়েরা। প্রতিবাদের আগুন ছড়িয়েছে দেশের কোণায় কোণায়। এবার প্রার্থনা মহাদেবের কাছে।

RG Kar Protest: ‘হোক মিরাকেল, ধরা পড়ুক দোষীরা’, তারকেশ্বরে মহাদেবের কাছে প্রার্থনা কলেজ ছাত্রীদের
মহাদেবের কাছে চলল প্রার্থনা Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2024 | 4:20 PM

তারকেশ্বর: শ্রাবণ আর তারকেশ্বর, সেই তো কবে থেকে মিলেমিশে একেবার। কথিত আছে শ্রাবণ মাসে মহাদেবের পুজো দিলে নাকি মনের ইচ্ছা পূরণ হয়। সেই শ্রাবণ মাসেই তারকেশ্বর পুজো দিলেন বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রী। তবে নিজেদের জন্য। তাঁরা বলছেন, তিলোত্তমার খুনিরা উপযুক্ত শাস্তি পাক, সেই প্রার্থনাই করেছেন মহাদেবের কাছে। গোটা শ্রাবণ মাসজুড়ে ভক্তদের ঢল নেমেছিল তারকেশ্বর মন্দিরে। শেষ দিনেও কিন্তু বদলালো না ছবিটা। এদিনই তারকেশ্বরে শিবের মন্দিরে পুজো দিতে এসেছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রী। 

কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন পায়েল চট্টোপাধ্যায়। তিনিও সরব হয়েছেন তিলোত্তমা হত্যার বিচার চেয়ে। বলছেন, “তিলোত্তমার পৈশাচিক হত্যার পিছনে যাদের হাত আছে তাদের যেন দ্রুত ধরা হয়। ওরা উপযুক্ত শাস্তি পাক এটা চাই। আর যেন এরকম মর্মান্তিক ঘটনা আর না ঘটে। মহাদেবের কাছে প্রার্থনা যে সব মেয়েরা এখনও বেঁচে আছে তাঁদের বাবা তারাকনাথ রক্ষা করুন। ভগবান মহাদেব এমন একটা মিরাকেল করুন যাতে তিলোত্তমার দোষীরা ধরা পড়ে যায়। রাজ্যে শান্তি ফিরুক,মেয়েদের নিরাপত্তা ফিরুক।” 

প্রসঙ্গত, তিলোত্তমা হত্যার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা রাজ্য। গর্জে উঠেছে গোটা দেশ। রাত দখলের অভিযান করে ফেলেছেন রাজ্যের মেয়েরা। প্রতিবাদের আগুন ছড়িয়েছে দেশের কোণায় কোণায়। কর্মবিরতিতে চিকিৎসকেরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্য়াগের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। এদিকে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের কাছে থেকে তদন্তভার চলে গিয়েছে সিবিআইয়ের কাছে।