FIFA World Cup: বিশ্বকাপ ফাইনালের আগে তৈরি ২ ফুটের এমবাপে মিষ্টি, চেখে দেখবেন নাকি একবার?

Argentina vs France: কাতার থেকে বহু ক্রোশ দূরে হুগলির চন্দনগরে তৈরি হচ্ছে এমবাপে মিষ্টি। প্রায় দুই ফুট উচ্চতার এমবাপে সন্দেশ তৈরি হয়েছে চন্দননগরের এক প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী। ফ্রান্স বিশ্বকাপ জিতলে যা উৎসর্গ করা হবে চন্দননগরকে।

FIFA World Cup: বিশ্বকাপ ফাইনালের আগে তৈরি ২ ফুটের এমবাপে মিষ্টি, চেখে দেখবেন নাকি একবার?
এমবাপে মিষ্টি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2022 | 11:30 AM

চন্দননগর: গোটা বিশ্ব এখন ফুটবল (FIFA World Cup 2022) জ্বরে কাবু, ব্যতিক্রমী নয় বাংলায়। বঙ্গ জীবনের অঙ্গের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ফুটবল। ভোজনবিলাসী বাঙালির মিষ্টি-প্রেমের কথাও সকলের কাছে পরিচিত। এবার বাঙালির সেই পছন্দের দুটি জিনিসের মেলবন্ধন হল চন্দননগরে (Chandannagar)। চন্দননগরের পূর্বনাম ছিল ফরাসডাঙা। দীর্ঘদিন ধরে ফরাসিদের উপনিবেশ ছিল এই এলাকা। রবিবার বিশ্বকাপ ফাইনালে যখন মুখোমুখি হচ্ছেন এমবাপে ও এলএম১০, তখন কাতার থেকে বহু ক্রোশ দূরে হুগলির চন্দনগরে তৈরি হচ্ছে এমবাপে মিষ্টি। প্রায় দুই ফুট উচ্চতার এমবাপে সন্দেশ তৈরি হয়েছে চন্দননগরের এক প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী। ফ্রান্স বিশ্বকাপ জিতলে যা উৎসর্গ করা হবে চন্দননগরকে।

ফুটবলের সঙ্গে বাঙালির ভালবাসা বহু দিনের। ফুটবল বিশ্বকাপ আসলে সেই উন্মাদনা আরও কয়েকগুন বেড়ে যায়। আগামী রবিবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা বনাম ফ্রান্স। লাটিন আমেরিকান দল আর্জেন্টিনার সমর্থক বাংলার প্রচুর। তবে চন্দননগরের গেলে কিন্তু ভিন্ন ছবি দেখতে পাবেন। আর্জেন্টিনার পতাকার পাশাপাশি ফ্রান্সের পতাকাও ছেড়ে গিয়েছে শহরে। বলাই বাহুল্য, এককালের ফরাসি উপনিবেশ চন্দননগরে, বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের জন্য গলা ফাঁটাবেন অনেক সমর্থক। আর ফ্রান্সের তারকা ফুটবলার এমবাপেকে নিয়েও শহরবাসীর মধ্যে উন্মাদনা প্রচুর। তাই এবার পছন্দের দলের প্রিয় ফুটবলারকে সন্দেশের মধ্যে রূপ দিলেন চন্দননগরের এক প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী।

প্রায় ঘণ্টা ছয়েকের অক্লান্ত পরিশ্রমে এই নিপুণ শিল্পকলায় সন্দেশের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এমবাপেকে। এমবাপের সঙ্গে রয়েছে একটি ফুটবল ও গোলপোস্টও। মিষ্টান্ন ব্যবসায়ী ধনঞ্জয় দাসের আশা, রবিবারের মেগা ফাইনালে পায়ের জাদু দেখাবেন এমবাপে। তেকাঠিকে এমবাপে বল জড়াবেন বলেও আশাবাদী তিনি। বললেন, “চন্দননগরের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক বহু পুরনো। তাই ফুটবল বিশ্বকাপে বরাবরই ফ্রান্সকে সমর্থন করে আসছি। ফ্রান্স ফাইনালে ওঠায় চন্দননগরবাসী হিসাবে গর্বিত বোধ হয়। নিজের প্রিয় দল ও প্রিয় প্লেয়ারের প্রতি সমর্থন জানানোর জন্য এই সন্দেশের এমবাপে তৈরি করেছি।” ইতিমধ্যেই আরও দু-একটা অর্ডার এসেছে এই সন্দেশের।