BJP-TMC: রাতের অন্ধকারে BJP কর্মীর বাড়িতে আগুন, উঠছে জমি মাফিয়াদের সঙ্গে তৃণমূলের আঁতাতের অভিযোগ
Hooghly: বাড়ির মালিক ওই বিজেপি কর্মীর অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও ঘটনায় কোনও লিখিত অভিযোগ এখনও জানানো হয়নি পুলিশের কাছে।
শ্রীরামপুর: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে ক্রমেই তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতির বাতাবরণ। এবার শ্রীরামপুরের (Sreerampur) রাজ্যধরপুর পঞ্চায়েতের সিমলা কালীতলা এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল। সিমলা কালীতলার উত্তর মণ্ডলপাড়া এলাকায় বাড়ি প্রবীর বৈদ্য নামে ওই বিজেপি কর্মীর। শুক্রবার গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর তাঁর বাড়িতে এই কাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ। আগুন লাগার ঘটনায় বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতেই দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে এসেছিল শ্রীরামপুর থানার পুলিশও। কীভাবে আগুন লাগল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে বাড়ির মালিক ওই বিজেপি কর্মীর অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও ঘটনায় কোনও লিখিত অভিযোগ এখনও জানানো হয়নি পুলিশের কাছে।
প্রবীর বৈদ্য নামে ওই বিজেপি কর্মীর অভিযোগ, আগুন লাগানোর পিছনে রয়েছে জমি মাফিয়ারা এবং তৃণমূলের একাংশ। তাঁর ওই জমিটি নিয়ে দীর্ঘ ১৬ বছর ধরে বিবাদ চলছে বলে দাবি ওই বিজেপি কর্মীর। বিবাদমান সেই জমি দখল করে নেওয়ার চেষ্টা হচ্ছে বলেই অভিযোগ তাঁর। স্থানীয় বিজেপি নেতা মনোজ সিংও অভিযোগের আঙুল তুলেছেন শাসক শিবিরের দিকে। বলছেন, “পঞ্চায়েত ভোটের আগে এভাবেই বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে। সময়ে জানতে না পারলে, এখানে দ্বিতীয় বগটুই কাণ্ড ঘটে যেত। দমকল এসে পরায় কেউ হতাহত হয়নি। এইভাবে ভয় দেখিয়ে আগুন জ্বলিয়ে কিছু করা যাবে না। মানুষ এর জবাব দেবে।”
যদিও এই আগুন লাগার ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি করছে ঘাসফুল শিবিরের স্থানীয় নেতৃত্ব। রাজ্যধরপুরের তৃণমূল নেতা আনসার মল্লিক বলেন, “তৃণমূল হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের বদনাম করার জন্য এসব বলা হচ্ছে।” উল্টে ওই ব্যক্তি আদৌই বিজেপির কর্মী কি না, সেই নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। বলছেন, “উনি বিজেপি কর্মী বলে দাবি করছেন। কবে বিজেপি করল আমি জানি না। হয়ত নব্য বিজেপিতে নাম লিখিয়েছে। আগে আমাদের দল করত। আমাদের সঙ্গেই থাকত।”