Tarakeswar: মাঠে কাজের সময় আকাশে হঠাৎ বিদ্যুতের ঝলকানি, রাস্তায় পড়েই মৃত কৃষক

Youth Death in Tarakeswar: মৃতের নাম লক্ষ্মণ মালিক (২৬)। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার সকালবেলা কৃষি জমিতে কাজ করছিলেন। আবহাওয়ার পরিবর্তন হতে দেখেই বাড়ি ফেরার চেষ্টা করেন তিনি। সেই সময় হঠাৎই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি।

Tarakeswar: মাঠে কাজের সময় আকাশে হঠাৎ বিদ্যুতের ঝলকানি, রাস্তায় পড়েই মৃত কৃষক
মৃত্যু কৃষকেরImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2024 | 11:21 AM

তারকেশ্বর: অক্ষরে-অক্ষরে মিলল পূর্বাভাস। রবিবারের সকাল থেকেই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর এর মধ্যেই হুগলি থেকে এল মর্মান্তিক খবর। বজ্রপাতের জেরে বলি এক যুবক। তারকেশ্বরের পিয়াসাড়া এলাকার ঘটনা।

মৃতের নাম লক্ষ্মণ মালিক (২৬)। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার সকালবেলা কৃষি জমিতে কাজ করছিলেন। আবহাওয়ার পরিবর্তন হতে দেখেই বাড়ি ফেরার চেষ্টা করেন তিনি। সেই সময় হঠাৎই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি। বজ্রপাতে গুরতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। এবার পথ চলতি যে সকল লোকজন ফিরছিলেন তাঁরাই তড়িঘড়ি তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল ভর্তি করেন। সেখানেই যুবককে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

মৃতের পরিবারের এক সদস্য বলেন, “ও তো কাজে গিয়েছিল। সকাল থেকেই আকাশ কালো করেছিল। এবার যখন দেখছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সেই সময় ও মাঠ থেকে বেরিয়ে যেতে চায়। কিন্তু হঠাৎ করে বাজ পড়ে। আর বজ্রাঘাতেই মৃত্যু হয়।”