PM Modi on Sandeshkhali: ‘কেউ তো ছিল, যে ২ মাস ধরে বাঁচাচ্ছিল’, সন্দেশখালি-কাণ্ডে তৃণমূলকে তুলোধনা মোদীর

PM Modi on Sandeshkhali: মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য চেয়ে সন্দেশখালির মহিলারা কী পেয়েছেন? সেই প্রশ্নও তুলেছেন মোদী। অভিযুক্ত নেতা তথা শেখ শাহজাহানকে ২ মাস ধরে কে সুরক্ষা দিচ্ছিল, সেই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন,'দু'মাস ধরে তৃণমূল নেতা পলাতক ছিলেন। কেউ তো নিশ্চয় ছিল, যে সাহায্য করছিল।'

PM Modi on Sandeshkhali: 'কেউ তো ছিল, যে ২ মাস ধরে বাঁচাচ্ছিল', সন্দেশখালি-কাণ্ডে তৃণমূলকে তুলোধনা মোদীর
সন্দেশখালি প্রসঙ্গে মুখ খুললেন মোদীImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2024 | 5:37 PM

আরামবাগ: সন্দেশখালিতে যা হয়েছে, তা দেখে রাজা রামমোহন রায়ের আত্মাও কাঁদছে। গোটা দেশ ক্ষোভ প্রকাশ করছে। দুঃসাহসের সব সীমা পার করে ফেলেছেন তৃণমূল নেতারা। বাংলায় এসে এই ভাষাতেই শাসক দলকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২ মাস ধরে শিরোনামে রয়েছে সন্দেশখালি। তৃণমূলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মুখ খুলে রাস্তায় নেমেছেন মহিলারা। প্রায় ২ মাস পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শেখ শাহজাহানকে। এতদিন ধরে কে সুরক্ষা দিচ্ছিল তাঁকে? বাংলায় এসে সেই প্রশ্নই তুললেন মোদী।

শুক্রবার আরামবাগে জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। মঞ্চে সন্দেশখালি প্রসঙ্গে মোদী বলেন, “সন্দেশখালির মহিলাদের সঙ্গে যা করা হয়েছে, তা দেখে গোটা দেশ ক্ষুব্ধ। রাজা রামমোহন রায়ের আত্মাও আজ এই অবস্থা দেখে কাঁদছে। তৃণমূল নেতারা সন্দেশখালির মহিলাদের সঙ্গে যা করেছে, তাতে দুঃসাহসের সব সীমা পার হয়ে গিয়েছে।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য চেয়ে সন্দেশখালির মহিলারা কী পেয়েছেন? সেই প্রশ্নও তুলেছেন মোদী। অভিযুক্ত নেতা তথা শেখ শাহজাহানকে ২ মাস ধরে কে সুরক্ষা দিচ্ছিল, সেই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘দু’মাস ধরে তৃণমূল নেতা পলাতক ছিলেন। কেউ তো নিশ্চয় ছিল, যে সাহায্য করছিল।’

শাহজাহান গ্রেফতার হওয়ার কৃতিত্ব যে আসলে বিজেপির, সে কথাও উল্লেখ করেন মোদী। তিনি বলেন, “বিজেপি নেতারা সন্দেশখালির মা-বোনেদের জন্য দিন-রাত লড়েছেন। মার খেয়েছেন। বিজেপি নেতাদের চাপে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে।” সাধারণ মানুষের উদ্দেশে মোদী বলেন, ‘সন্দেশখালিতে যা হয়েছে, তার বদলা নেবেন তো?’