Jangipara Death: ‘নাবালিকার পরিবারকে আইনি সহায়তা দিতে চাই’, জাঙ্গিপাড়ায় সুর চড়ালেন দুই মেয়ের মা প্রিয়াঙ্কা
Jangipara: বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল দেখা করলেন নাবালিকার পরিবারের লোকেদের সঙ্গে। পরিবারের লোকেদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
জাঙ্গিপাড়া: জাঙ্গিপাড়ায় নাবালিকার দেহ উদ্ধার ঘিরে (Crime against Children) শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। চারদিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার স্থানীয় একটি জলাশয় থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ। পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর এই নিয়েই তপ্ত রাজনীতি। রবিবার সকালে কংগ্রেসের প্রতিনিধি দল পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়েছিল। দেখা না করেই ফিরতে হয়েছিল তাঁদের। তবে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল দেখা করলেন নাবালিকার পরিবারের লোকেদের সঙ্গে। পরিবারের লোকেদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
পরিবারের লোকেদের সঙ্গে দেখা করে বেরিয়ে প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বিজেপি নেত্রী। তিনি বলেন, “পুলিশের এই ভূমিকা কেন? এই প্রশ্ন যদি আমরা করি, তাহলে তার উত্তর এখানেই আছে। সমস্ত ঘটনাতে মুখ্যমন্ত্রী বলেন, ধর্ষণ হয়নি, সাজানো ঘটনা। সেই মেনেই তো পুলিশ কাজ করছে। আজ গরীবের মেয়ের কাছে ইজ্জত ছাড়া আর কী আছে? সেটাও ধর্ষণ করে খুন করে দিচ্ছে। একটা বাচ্চাকে মানুষ করা কী হয়, তা আপনি একজন মাকে জিজ্ঞেস করুন। আমার দুটো মেয়ে আছে, আমি বলতে পারি।” নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তিনি বলেছিলেন, “নাবালিকার পরিবারকে আইনি সহায়তা দিতে চাই। পরিবারকে বলতে চাই, আপনাদের জন্য আমরা মামলা করব। মামলা লড়ব।”
প্রিয়াঙ্কা টিবরেওয়ালের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “তিনি আইনজীবী হিসেবে ওখানে যাচ্ছেন। এর আগে গ্রামের লোকেরা বলেছেন, এই দুঃখজনক ঘটনা নিয়ে আমরা রাজনীতি চাই না। কিন্তু গাঁয়ে মানে না, আপনি মোড়ল। প্রিয়াঙ্কা টিবরেওয়াল আইনজীবী হিসেবে গিয়ে সেখানে কথা বলছেন। প্রশাসন কাজ করছে, অপরাধীদের ধরা হবে। দুঃখজনক ঘটনা। কিন্তু সেটা নিয়ে রাজনীতি করার অধিকার কে দিল প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে? তিনি তো হিন্দিতে স্বাচ্ছন্দ্য। তাহলে উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ যেখানে মহিলাদের উপর অত্যাচার চলছে, সেখানে গিয়ে গলা চড়ান না। এখানে গিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, হাওয়া গরম করার চেষ্টা করছেন। এটা খুব নিন্দনীয় রাজনীতি।”
এদিকে, নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। তাঁর নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল আজ বিকেলে জাঙ্গিপাড়ায় আসেন। নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার পর অনন্যা চক্রবর্তী বলেন, “অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত থাকুক, তাদের যেন কঠোর শাস্তি হয়। আমরা পুলিশি তদন্তের উপর নজর রাখছি।”