Uttarpara: উৎসবের মরশুমে ফাঁকা বাড়িই টার্গেট, আলমারি সাফ করে যাবতীয় জিনিস নিয়ে গেল চোরেরা

Hooghly: হুগলির উত্তরপাড়া বিপ্লবী গণেশ ঘোষ সরণী। সেখানেই বসবাস করেন শুভ্রজ্যোতি মিত্র। পেশায় গৃহশিক্ষক তিনি।

Uttarpara: উৎসবের মরশুমে ফাঁকা বাড়িই টার্গেট, আলমারি সাফ করে যাবতীয় জিনিস নিয়ে গেল চোরেরা
উত্তরপাড়ায় চুরি (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2022 | 8:28 AM

উত্তরপাড়া: হুগলির উত্তরপাড়ায় চুরির ঘটনা নতুন নয়। বারংবার ফ্ল্যাট থেকে চুরি খবর সামনে এসেছে। এবার পুজো কাটতে না কাটতেই ফের চুরির ঘটনা প্রকাশ্যে এল। এবার এক গৃহশিক্ষকের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।

হুগলির উত্তরপাড়া বিপ্লবী গণেশ ঘোষ সরণী। সেখানেই বসবাস করেন শুভ্রজ্যোতি মিত্র। পেশায় গৃহশিক্ষক তিনি। স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুজোর সময় সপরিবারে বর্ধমানে বেড়াতে গিয়েছিলেন তিনি। এরপর রবিবার দুপুরে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। সঙ্গে-সঙ্গে বুঝতে বাকি থাকেনি কিছু।

এরপর উত্তরপাড়া থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে বাড়ির পিছন দিকের বাথরুমের গ্রিল কেটে ভিতরে ঢুকেছিল দুষ্কৃতিরা।একাধিক আলমারির লক ভাঙা। চুরি গিয়েছে ঠাকুরের রুপোর সিংহাসন, রুপোর বাসন, তিনটি ল্যাপটপ, একটা ডিএসএলআর ক্যামেরা, নগদ টাকা এবং গহনা। শিক্ষকের তিনতলা বাড়ি সিসি ক্যামেরায় মোরা ছিল। সিসি ক্যামেরার হার্ডডিস্ক ইউনিটটাই খুলে নিয়ে গেছে চোর। চোরের খোঁজ পেতে ফরেনসিক এক্সপার্টদের সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছে উত্তরপাড়া থানার পুলিশ।

উত্তরপাড়ায় চুরি(নিজস্ব চিত্র)

গোটা ঘটনায় শুভ্রজ্যোতি মিত্র জানান, ‘এর আগেও পুজোর সময় বেড়াতে গিয়েছেন বাড়ি তালা দিয়ে। কিন্তু এই ঘটনায় বাড়ি ছেড়ে যাওয়াই চিন্তার হয়ে দাঁড়িয়েছে।’ গত বছর উত্তরপাড়ায় একাধিক চুরির ঘটনায় ঘুম ছুটেছিল বাসিন্দাদের। চোর ধরতে নাজেহাল হতে হয়েছে উত্তরপাড়া থানার পুলিশকে। আবারও সেই স্মৃতি ফিরল,শহরবাসীর দুশ্চিন্তা বাড়ল।

অন্যদিকে নবমীর রাতে শেওড়াফুলি একটি আবাসনে দুর্গার পুজো সামগ্রী চুরি হয়। আবাসনের সিসিটিভি ফুটেজ দেখে চোরের সন্ধান পায় পুলিশ। এরপর রবিবার রিষড়া থেকে ধরা পরে চোর।ধৃতের কাছ থেকে ৩২ টি শাড়ি,দুটি ধুতি একটি গামছা উদ্ধার করে পুলিশ।