Bainchi Footbridge : বেহাল ব্রিজই যেন মৃত্যুফাঁদ, ‘সারাই না হলে যাতায়াত বন্ধ করুক রেল’, বলছেন বৈঁচির যাত্রীরা
Bainchi Footbridge : বৈঁচির বেহাল ফুটব্রিজই যেন মৃত্যুফাঁদ, যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
হুগলি : বিপজ্জনক হয়ে উঠেছে বৈঁচির ফুট ব্রিজ (Bainchi Footbridge)। তার উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার। খুলে পড়েছে ব্রিজের উপরের অংশের স্ল্যাব। এদিকে ব্রিজের সামনে ‘সাবধান’ বোর্ড লিখেই দায় সেরেছে রেল। শুধু তাই নয় বৈঁচি স্টেশনের ২ নম্বর প্লাটফর্মের ফুট ওভারব্রিজের বেহাল অবস্থা সিমেন্ট বালি উঠে, বেরিয়ে গিয়েছে লোহার রড আর তার ওপর দিয়ে চলছে পারাপার। যে কোনও সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। ব্রিজের উপর দিয়ে নিত্যযাত্রী সহ প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। তাঁদের অভিযোগ, সব দেখেও কোনও পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। তাঁদের প্রশ্ন, বিপদ ঘটে গেলে তাঁর দায় কে নেবে? তাঁদের আরও দাবি, রেল যদি সারাইয়ের কাজ শুরু না করে তাহলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হোক এই ব্রিজ।
রীতিমতো ক্ষোভ প্রকাশ করে রেল যাত্রী মৃনালকান্তি ঘোষ বলেন, “আপ প্ল্যাটফর্মে ফল কিনে বাড়ি ফেরার পথে ওভারব্রিজ দিয়ে আসার সময় বুঝতে পারি জীবন আর মৃত্যুর মধ্যে তফাৎ শুধু একটা ধাপ। ফুট ওভার ব্রিজের উপরের অংশে যে কংক্রিটের স্ল্যাব দেওয়া রয়েছে সেটা আচমকা আমার সামনে ভেঙে নীচে পড়ে যায়। মনে হলো সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। প্লেটগুলির মধ্যে যে স্ল্যাবগুলি থাকে তার মধ্যে কোন রড ছিল না। যে কোনও মুহূর্তে বড় বিপদ হলে তার দায় কে নেবে? রেল কর্তৃপক্ষের এ বিষয়ে নজর দেওয়ার দরকার। তা না হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হোক এই ফুট ওভারব্রিজ।”
উদ্বেগ প্রকাশ করেন আর এক রেল যাত্রী অমরনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যাত্রীদের নিরাপত্তা কোথায়? স্টেশন মাস্টারের বিষয়গুলি দেখার দরকার। এখানকার অধিকাংশ স্ল্যাবে ফাটল ধরেছে।” এদিকে ফুট ব্রিজের বেহাল দশা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা। ব্রিজের খারাপ অবস্থার জন্য পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় ঘোষ সরাসরি রেলকেই কাঠগড়ায় তুলেছেন। কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন তিনি। তিনি বলেন, “ভারতবর্ষে একটা অপদার্থ সরকার চলছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন বাংলা সহ বিভিন্ন রাজ্যের রেলে উন্নয়ন ঘটেছিল। ২৫ টাকার মান্থলি চালু হয়েছিল। এখন ভারতবর্ষের যিনি রেলমন্ত্রী, তিনি কিছু কাজ করছেন না, শুধু পতাকা নাড়াচ্ছেন।” পাল্টা বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, “ফুট ব্রিজ সংস্কারের কাজ চলছে। কোনও কিছু খারাপ হলে তা সারাতে হয়। এবার বাজাটে রেল সংক্রান্ত বিষয়ে বাংলাকে অনেক কিছু দিয়েছে কেন্দ্র সরকার। সে সব জেনেও মিথ্যা কথা বলা অভ্যাস তৃনমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী থাকাকালীন শুধু শিলান্যাস হয়েছে। আর কিছু হয়নি।”