Local Train: ট্রেন থেকে বেরচ্ছে ধোঁয়া, দেখতে পেয়েই শুরু হুড়োহুড়ি ব্যান্ডেল লোকালে
Local Train: ট্রেন চালক দেখতে পান ট্রেনের তলা থেকে ধোঁয়া বেরচ্ছে। ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। যাত্রীরা নেমে পড়েন। ধোঁয়া দেখে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। পরে ৯ টা ৫ মিনিটের ডাউন ব্যান্ডেল হাওড়া হয়ে যাত্রা শুরু করে ট্রেনটি।
ব্যান্ডেল: ফের লোকাল ট্রেনে ধোঁয়া। সাত সকালে আতঙ্ক ছড়াল হুগলিতে। ব্যান্ডেল লোকাল থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। দেখতে পেয়েই দ্রুত ট্রেন থেকে নেমে যান যাত্রীরা। চুঁচুড়া স্টেশনে দ্রুত নেমে পড়েন যাত্রীরা। হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে।
কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যায়। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল ট্রেনটি ব্যান্ডেল স্টেশন ছাড়ে সকাল ৮ টা ২৮ মিনিটে। ট্রেনটি চুঁচুড়ার দু নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ৮ টা ৩৪ মিনিটে।
ট্রেন চালক দেখতে পান ট্রেনের তলা থেকে ধোঁয়া বেরচ্ছে। ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। যাত্রীরা নেমে পড়েন। ধোঁয়া দেখে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। পরে ৯ টা ৫ মিনিটের ডাউন ব্যান্ডেল হাওড়া হয়ে যাত্রা শুরু করে ট্রেনটি। চুঁচুড়ায় নেমে যাওয়া যাত্রীরা অন্য ট্রেন ধরে গন্তব্যে রওনা দেন। রেল সূত্রের খবর, ব্রেক বাইন্ডিং এর ফলে ধোঁয়া বেরচ্ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।