Hooghly: জমা জলে ভাসছে স্কুল, রাস্তার ধারে চট পেতে চলল ক্লাস
Hooghly: সোমবার রাতের প্রবল বৃষ্টিতে ভিজেছে গোটা রাজ্য। জল থইথই অবস্থা হুগলির পান্ডুয়াতেও। কার্যত জলে ভাসতে পান্ডুয়ার সিমলাগড় প্রতিভা প্রাথমিক বিদ্যালয়।
পান্ডুয়া: স্কুলে ঢুকতে গেলে পেরোতে হয় মস্ত মাঠ। এদিকে প্রবল বৃষ্টিতে (Rain) সেই মাঠই যেন এখন পুকুরে পরিণত হয়ে গিয়েছে। স্কুলে ঢুকতে পারলেন শিক্ষকেরা। বাধ্য হয়ে রাস্তার ধারে চট পেতে পড়ুয়াদের নিয়ে শুরু করে দিলেন ক্লাস। আর এতেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে, এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে।
সোমবার রাতের প্রবল বৃষ্টিতে ভিজেছে গোটা রাজ্য। জল থইথই অবস্থা হুগলির পান্ডুয়াতেও। কার্যত জলে ভাসতে পান্ডুয়ার সিমলাগড় প্রতিভা প্রাথমিক বিদ্যালয়। সোমবার সকালে পড়ুয়ারা স্কুলে এসে দেখেন মাঠে জমে গিয়েছে হাঁটু সমান জল। স্কুলে ঢুকতে পারেননি শিক্ষকেরাও। সে কারণেই বাধ্য হয়ে জিটি রোডের পাশে চট পেতে পড়ুয়াদের নিয়ে বসে পড়েন মাস্টারমশাইরা। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়।
এ ঘটনার বেশ কিছু সময় পরে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। পাম্প লাগিয়ে তুলে ফেলা হয় মাঠের জল। ক্ষোভ উগড়ে দিচ্ছেন এলাকার বাসিন্দা তথা অভিভাবক শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন, “এখানে নিকাশির সমস্য়া দীর্ঘদিনের। একটু বৃষ্টি হলেই স্কুলের সামনের মাঠে জল জমে যায়। স্কুলের প্রধান শিক্ষক নিজেও সমস্যা সমাধানের জন্য সই সংগ্রহ করে বিডিও স্কুল শিক্ষা দফতরের কাছে পাঠিয়েছেন। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি।” এদিকে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি ডেঙ্গির প্রাদুর্ভাব বেড়েছে হুগলিতেও। জল যাতে কোথাও না জমে সে বিষয়ে বারবার সতর্ক করা হচ্ছে সরকারের তরফে। কিন্তু, এই পরিস্থিতিতে পান্ডুয়ার এই বেহাল দশা দেখে উদ্বেগ বাড়ছে নাগরিক মহলে।