Panchayat Elections 2023: তৃণমূলের প্রার্থী বিক্রি করছেন বিজেপি-সিপিএম-এর পতাকা!
Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর প্রাণ গিয়েছে পাঁচ জনের। এখনও হিংসা অব্যাহত। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে।
পাণ্ডুয়া: পঞ্চায়েত নির্বাচনের তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি। কিন্তু সংসার চলে স্টেশনারি দোকান চালিয়ে। এখন সেই দোকানেই বিক্রি হচ্ছে তৃণমূল-বিজেপি-সিপিএম-এর পতাকা। এর জেরে কিন্তু কোনও বিরোধ তৈরি হয়নি। বরং বাহবা কুড়োচ্ছেন ওই প্রার্থী। সিপিএম বলছে, রাজনীতি মানে তো ব্যক্তি লড়াই নয়।
পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর প্রাণ গিয়েছে পাঁচ জনের। এখনও হিংসা অব্যাহত। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। যা দেখে-দেখে ক্লান্ত বাংলার মানুষ। এই পরিস্থিতিতে হুগলির পাণ্ডুয়ার বৈঁচি গ্রামের ছবি ভিন্ন।
বৈঁচি বাটিকা গ্রাম পঞ্চায়েতের গ্রামসভার তৃণমূল প্রার্থী হয়েছেন দীপ্তেন্দু বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুয়া। দীপ্তেন্দুবাবুর একটি স্টেশনারি দোকান রয়েছে রেলগেটের কাছে। সেই দোকানে দেদার বিক্রি করছেন হরেক রকমের রাজনৈতিক দলের পতাকা। তৃণমূল-বিজেপি-সিপিএম-এর প্রতিটি পতাকা টাঙানো রয়েছে সেই দোকানে। অনেকে আসেন, কেনেন পতাকা।
এ দিকে, তৃণমূল প্রার্থীর দোকানে পতাকা বিক্রি করায় সমস্যাও নেই সিপিএম-বিজেপি-র মতো বিরোধী দলগুলির। তাদের কথায় রাজনীতি রাজনীতির জায়গায়, ক্রেতা ব্যবসায়ীর সম্পর্ক অন্য জায়গায়।
দীপ্তেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, “দোকান চালিয়ে আমার পেট চলে। সেই কারণে সিপিএম-বিজেপির কোনও তফাৎ নেই। ভোটের ময়দান আলাদা। সেখানে নীতির লড়াই। আর দোকানে সারাদিন চলে পেটের লড়াই। আসলে এখানে মারামারির বদলে বন্ধুত্বপূর্ণ সহবস্থান রয়েছে।” দীপেন্দুবাবুর বলেন যে, এখানে সব দলেরই পতাকা বিক্রি হচ্ছে। তবে তৃণমূলের একটু বেশি।
সিপিএম কী বলছে?
প্রদীপ সাহা বলেন, “তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তিনি একজন ব্যবসাদার। তাঁর দোকানে তিনি কোন জিনিস বিক্রি করবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমরা ক্ষমতায় থাকাকালীন পান্ডুয়ায় গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার চেষ্টা করেছি। কারণ রাজনৈতিক লড়াই হবে। নীতি এবং আদর্শের লড়াই হবে। সেখানে ব্যক্তিগত কুৎসার কোনও জায়গা নেই।”
বিজেপি-র বক্তব্য কী? দেবপ্রসাদ চক্রবর্তী বলেন যে, রাজনীতির ময়দানে কেউ কাউকে ছেড়ে কথা বলি না। দীপ্তেন্দুবাবু তৃণমূল করলেও তাঁর দোকান থেকে পতাকা কিনেছেন অনেক সময়। কারণ এটা ওর ব্যবসা। তার থেকে বড় হল পান্ডুয়া একটা সৌভ্রাতৃত্বের পরিবেশ আছে। তবে বিজেপি বেশির ভাগ পতাকা কলকাতা থেকে আনে।