Uttarpara: গিয়েছিলেন দার্জিলিং-গ্যাংটক ঘুরতে, কাটা হাত নিয়ে ফিরলেন উত্তরপাড়ার পর্যটক

Hooghly news: চলন্ত ট্রেন থেকে পড়ে যান প্লাটফর্মে। তারপর গড়িয়ে রেল লাইনে। ট্রেনের চাকায় পিষে কাটা যায় ডান হাত।

Uttarpara: গিয়েছিলেন দার্জিলিং-গ্যাংটক ঘুরতে, কাটা হাত নিয়ে ফিরলেন উত্তরপাড়ার পর্যটক
কী হয়েছিল সেদিন রাতে?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2022 | 9:13 AM

ব্যান্ডেল: দার্জিলিং, গ্যাংটকে (Darjeeling-Gangtok) ঘুরতে গিয়েছিলেন উত্তরপাড়ার (Uttarpara) মাখলার বাসিন্দা তাপস মণ্ডল ও তাঁর পরিবার। সেখান থেকে ফেরার সময় এক ভয়ঙ্কর ঘটনা। সেই সময় এক ছিনতাইকারী তাপস বাবুর স্ত্রীর ব্যাগস টেনে নিয়ে পালাচ্ছিল। আর সেই ব্যাগ ফিরে পেতে চোরের পিছু ধাওয়া করেন তাপস বাবু। আর তাতেই হাত কাটা গেল তাঁর। ঘটনাটি ঘটেছিল ২৩ অক্টোবর। দার্জিলিং থেকে ফেরার পথে বর্ধমান স্টেশনে নেমে পড়েছিলেন তাঁরা। বাকি পথ লোকাল ট্রেনে চেপেই ফিরছিলেন। সেই সময় মগরা স্টেশনে তাঁর স্ত্রীর ব্যাগটি ছিনতাই হয় বলে দাবি পরিবারের। ঘড়ির কাটায় তখন ভোর প্রায় সাড়ে চারটে। ব্যাগ ফিরে পেতে ছিনতাইকারীর পিছন পিছন ধাওয়া করেন তাপস মণ্ডল। তখনও ঘুম ঘুম চোখ। ততক্ষণে যে ট্রেনটি ছেড়ে দিয়েছে, তা ঘুম চোখে ঠাওর করতে পারেননি তিনি। চলন্ত ট্রেন থেকে পড়ে যান প্লাটফর্মে। তারপর গড়িয়ে রেল লাইনে। ট্রেনের চাকায় পিষে কাটা যায় ডান হাত।

দুর্ঘটনার পর অজ্ঞান হয়ে বেশ কিছুক্ষণ রেল লাইনেই পড়ে থাকেন তিনি। পরে জিআরপি তাঁকে উদ্ধার করে প্রথমে মগরা হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করে। তারপর সেখান থেকে পাঠানো হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। তারপর সেখান থেকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে রেফার করা হয় তাঁকে। কাটা হাত নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরলেও, সেই হাত জোড়া লাগেনি। শেষ পর্যন্ত কাটা হাত নিয়েই বাড়ি ফিরতে হয়েছে তাঁকে।

বাড়িতে ফেরার পর ব্যান্ডেল জিআরপি থানায় যোগাযোগ করেন তাপস বাবুর পরিবার। ট্রেনের ভিতর যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাপস বাবুর স্ত্রী। আফশোস একটাই, তাঁর ব্যাগটি ছিনতাই না হলে হয়ত আজ তাঁর স্বামীকে হাত খোয়াতে হত না। ব্যান্ডেল জিআরপির তরফে ওই পরিবারকে ঘটনায় লিখিত অভিযোগ জানাতে বলে। সেই মতো শনিবার জিআরপি থানায় লিখিত অভিযোগ জানান উত্তরপাড়ার ওই পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জিআরপি।