Train Cancel: রবি থেকে সোম হুগলি শাখায় বাতিল থাকবে একাধিক ট্রেন, সপ্তাহের শেষে যাত্রী দুর্ভোগের আশঙ্কা
Train Cancel: রেল সূত্রে খবর, তারকেশ্বর (Tarakeswar) থেকে হরিপাল (Haripal) অবধি ৬টি ট্রেন চলাচল করবে। আবার ৬টি ট্রেন ফেরত যাবে তারকেশ্বরে। অপরদিকে, হাওড়া থেকে দিয়াড়া অবধি ৬টি ট্রেন যাবে। এবং দিয়াড়া থেকে ৬টি ট্রেন ফিরবে হাওড়ায়।
সিঙ্গুর: ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। একদিন বন্ধ থাকবে ট্রেন (Train)। তারকেশ্বর (Tarakeswar) থেকে সিঙ্গুর-নালিকুল (Singur-nalikul) শাখায় আগামিকাল ২২ জানুয়ারি সকাল ৮টা থেকে পরের দিন অর্থাৎ ২৩ জানুয়ারি সোমবার বিকাশ ৫ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এই মর্মে রেলের তরফে সিঙ্গুর স্টেশনে একটি মাইকিং করা হচ্ছে। রেল সূত্রে খবর, তারকেশ্বর (Tarakeswar) থেকে হরিপাল (Haripal) অবধি ৬টি ট্রেন চলাচল করবে। আবার ৬টি ট্রেন ফেরত যাবে তারকেশ্বরে। অপরদিকে, হাওড়া থেকে দিয়াড়া অবধি ৬টি ট্রেন যাবে। এবং দিয়াড়া থেকে ৬টি ট্রেন ফিরবে হাওড়ায়।
জানা গিয়েছে, সিঙ্গুর থেকে নালীকুল স্টেশনের (Nalikul) মাঝে রবিবার (২২ জানুয়ারি) ও সোমবার (২৩ জানুয়ারি) দু’দিন ট্রাফিক ও পাওয়ার ব্লক সহ দু’দুদিনের নন ইন্টারলকিং কাজ হবে। সেই কারণে এই দু’দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রেন চলাচল করবে না।
ইতিমধ্যেই হাওড়া-তারকেশ্বর, হাওড়া-গোঘাট লাইনে একাধিক আপ ও গাউন ট্রেন বাতিল করা হয়েছে ।শুধুমাত্র এই সময়ে মধ্যে হাওড়া থেকে দিয়াড়া অবধি ৬টা ট্রেন যাতায়াত করবে। অন্যদিকে তারকেশ্বর থেকে হরিপালের মধ্যে ৬টি ট্রেন যাবে ও ৬টি তারকেশ্বর ফিরবে।
প্রসঙ্গত, গতকালও (শুক্রবার) একাধিক ট্রেন বাতিল ছিল। তবে তা শিয়ালদহ শাখায় বাতিল হয়। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ২৮টি লোকাল ট্রেন বাতিল হয়। রেল লাইনে মেরামতির জন্যই ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে বলে রেলের তরফে।