CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অশালীন মন্তব্য, গ্রেফতার ত্রিবেণীর যুবক

CM Mamata Banerjee: বৃহস্পতিবার রাতে করুণাময়ীতে বলপ্রয়োগ করে চাকরিপ্রার্তী অনশনকারীদের তুলে দেওয়া নিয়ে সরগরম বাংলার রাজ্য-রাজনীতি। এ ঘটনার প্রতিবাতেই সম্প্রতি ফেসবুকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে ফেসবুকে এক ব্যক্তি পোস্ট করেন বলে জানা যায়।

CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অশালীন মন্তব্য, গ্রেফতার ত্রিবেণীর যুবক
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2022 | 7:15 PM

হুগলি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ কয়েক মাস আগেই গ্রেফতার হয়েছিলেন ইউটিউবার রোদ্দুর রায় (Roddur Roy)। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে (Facebook) কুরুচিকর মন্তব্য করার গ্রেফতার হয়ে গেলেন বিজেপি (BJP) কর্মী সৌরভ ভট্টাচার্য। সূত্রের খবর, ত্রিবেণীর বাসিন্দা সৌরভের বিরুদ্ধে মগড়া থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল। তারপরই রবিবার সকালে ওই বিজেপি কর্মীকে গ্রেফতার করে মগড়া থানার পুলিশ। ধৃতকে আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ ও ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের ২৮ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে করুণাময়ীতে বলপ্রয়োগ করে চাকরিপ্রার্তী অনশনকারীদের তুলে দেওয়া নিয়ে সরগরম বাংলার রাজ্য-রাজনীতি। সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। পথে নামতে দেখা গিয়েছে বিদ্বজ্জনদের। এদিকে এ ঘটনার প্রতিবাতেই সম্প্রতি ফেসবুকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে ফেসবুকে এক ব্যক্তি পোস্ট করেন বলে জানা যায়। অভিযোগ, সেই পোস্টেই কমেন্ট করতে গিয়ে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন সৌরভ। 

তবে সৌরভের গ্রেফতারি প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে বিজেপিকে। শাসক শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, “রাজ্যে আইনের শাসন নেই। যোগ্য লোক চাকরি পাচ্ছে না। অযোগ্য লোককে চুরি করে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনে রাতের অন্ধকারে পুলিশ গুন্ডামি করছে। কিছু বলা যাবে না। বিজেপি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমরা আগামীতেও করব। এর জন্য মিথ্যা মামলা দেবে পুলিশ এটা জানি। তবু আমরা পিছু হটব না।” পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপিকে একহাত নিয়ে তণমূল নেতা অরিন্দম গুঁইন বলেন, “বিজেপির ওই কর্মীর যে মন্তব্য করেছেন মমতার বিরুদ্ধে তা কখনওই মানা যায় না। এই বিজেপির থেকে মানুষ আর কী আশা করবে। এদের কথা বার্তা থেকেই পরিষ্কার বিজেপির আসল সংস্কৃতি কী। এ ধরনের মন্তব্যের তীব্র ধিক্কার জানাই।