Arambagh Court: ফের আদালতে বিক্ষোভ, আরামবাগ এসিজেএমের ভূমিকায় এজলাস বয়কট আইনজীবীদের
Arambagh: আইনের বাস্তবায়ন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে এসিজেএমের বিরুদ্ধে।
হুগলি: ফের আদালতচত্বরে তুমুল বিক্ষোভ। এবার ঘটনাস্থল আরামবাগ আদালত। এখানকার এসিজেএমের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়ে ১২ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন আদালতের আইনজীবীরা। তাঁদের অভিযোগ, এসিজেএমের পক্ষপাতদুষ্ট রায় বিচার ব্যবস্থাকে কলুষিত করছে। এসিজেএম আরামবাগ গৌতম নস্করের বিরুদ্ধে অভিযোগ বিক্ষোভকারীদের। প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড, বুকে কালো ব্যাজ পরে পথে নামেন আইনজীবীদের একাংশ। আইনজীবীদের অভিযোগ, এসিজেএম গৌতম নস্কর বিচার ব্যবস্থাকে কলুষিত করছেন। তারই প্রতিবাদে ল’ ক্লার্ক অ্যাসোসিয়েশন ও বার অ্যাসোসিয়েশন এসিজেএম গৌতম নস্করের এজলাস বয়কটের সিদ্ধান্ত নেয়।
বিক্ষোভ প্রদর্শনকারী এক আইনজীবী বলেন, “মাননীয় এসিজেএম গৌতম নস্করের বিরুদ্ধে আমাদের এই বয়কট কর্মসূচি। উনি বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত। আমরাও তাই। অথচ উনি এই বিচারব্যবস্থাকে কলুষিত করছেন। ওনার যে নির্দেশ তাতে নিরপেক্ষতার কোনও ছাপ নেই। ওনার নির্দেশে বৈষম্য প্রকট। এক একজনের জন্য এক এক রকম রায়। এতে আইন সম্পর্কে সাধারণ মানুষের কাছে তো ভুল বার্তা যাচ্ছে। এটা আমরা কিছুতেই মানতে পারছি না। আমরা চাই আইন আইনের গরিমায় থাকুক। এ নিয়ে কেউ যেন কোনও ভুল বার্তা দিতে না পারেন।”
আরেক আইনজীবীর কথায়, “আমরা সবটা হুগলি জেলার দায়িত্বপ্রাপ্ত মাননীয় বিচারককে জানিয়েছি। হাইকোর্টের জোনাল জজসাহেবকেও জানিয়েছি। একাধিকবার জানানো হয়েছে। আমরা এজলাস বয়কট করতে চাইনি। কিন্তু বাধ্য হয়ে এবার সে পথে হাঁটতে হল। ১২ দিন ধরে আমরা এজলাস বয়কট করেছি। আজ আমরা মুখে কালো কাপড় বেঁধে ভারতবর্ষকে দেখাতে চাইছি কী অশনি সঙ্কেত আমাদের উপর রয়েছে।”