দুয়ারে সরকারের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা আরামবাগে

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নতুন কর্মসূচি 'দুয়ারে সরকার'। ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পকে জনতার দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই কর্মসূচির লক্ষ্য।

দুয়ারে সরকারের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা আরামবাগে
Follow Us:
| Updated on: Dec 03, 2020 | 2:20 PM

TV9 বাংলা ডিজিটাল: ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) কর্মসূচির ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হুগলির (Hoogli) আরামবাগে (Arambag)। অভিযোগ, ভাঙচুর চালানো হয় স্থানীয় গ্রামপঞ্চায়েত অফিসে। বুধবার রাতে স্থানীয় গৌরহাটিতে এই ঘটনা ঘটে। তৃণমূলের (Trinamool Congress) অভিযোগের আঙুল বিজেপির দিকে। যদিও বিজেপি তা মানতে নারাজ। অভিযোগ-পাল্টা অভিযোগে বৃহস্পতিবার সরগরম এলাকা। দোষীদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে তৃণমূল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নতুন কর্মসূচি ‘দুয়ারে সরকার’। ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পকে জনতার দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই কর্মসূচির লক্ষ্য। গৌরহাটিতেও সেই উদ্দেশ্যে শিবির খোলা হয়েছে।

আরও পড়ুন: জানুয়ারি থেকেই স্কুল খুলুন, মমতাকে চিঠি আইসিএসই বোর্ডের সচিবের

অভিযোগ, বুধবার রাতে গৌরহাটি-২ গ্রামপঞ্চায়েত কার্যালয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। সেখানেই ছিল দুয়ারে সরকারের শিবির। রাখা ছিল ফেস্টুন, ফ্লেক্স, ব্যানার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। দুষ্কৃতীরা সেগুলি সবই নষ্ট করে বলে অভিযোগ। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূলের লোকজন। হাজির হন তৃণমূলের আরামবাগ ব্লক সভাপতি পলাশ রায়।

উত্তাপ বাড়তে থাকে এলাকায়। বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই হাজির হয় আরামবাগ থানার বিরাট পুলিসবাহিনী। পলাশ রায় বলেন, বিজেপি সাংগঠনিকভাবে মোকাবিলা করতে না পেরে এই ধরনের ঘটনার আশ্রয় নিচ্ছে। দুয়ারে সরকার কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেই ওরা এসব করছে। পুলিস তদন্ত করুক।

আরও পড়ুন: মমতার সভার আগেই রবিবার কলকাতায় শুভেন্দুর সাংবাদিক বৈঠক: সূত্র

অন্যদিকে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, “দাদা এবং দিদির অনুগামীদের মধ্যে লড়াই। বিজেপির নামে অহেতুক দোষ দেওয়া হচ্ছে। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।”