Dengue in Howrah: হাওড়া স্টেশন যেন ডেঙ্গির আঁতুড়ঘর, ওল্ড থেকে নিউ কমপ্লেক্স, সর্বত্র কিলবিল করছে মশার লার্ভা
Dengue in Howrah: দেশের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে শীর্ষ তালিকাতেই রয়েছে হাওড়া। প্রত্যহ কয়েক লক্ষ মানুষ যাতায়াত করেন এই হাওড়া স্টেশন দিয়ে। সেখানে ডেঙ্গির লার্ভা মেলায় চিন্তায় ঘুম উড়েছে প্রশাসনের। পুরসভার তরফে উদ্বেগের কথা জানানো হয়েছে রেলকে।
হাওড়া: ডেঙ্গি ভয় জাঁকিয়ে বসেছে গোটা রাজ্যে। পুজোর মুখে ডেঙ্গি দমনে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। কলকাতা থেকে জেলা, সব জায়গা থেকে রোজই আসছে ডেঙ্গি সংক্রমণের খবর। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আসছে মৃত্যুর খবর। ডেঙ্গি রুখতে চলছে প্রচার। এরইমধ্যে যেন ডেঙ্গুর আঁতুড়ঘর হয়ে উঠেছে হাওড়া স্টেশন চত্বর। সূত্রের খবর, অন্তত ২৫ টি জায়গায় পাওয়া গিয়েছে ডেঙ্গির লার্ভা। তাতেই বেড়েছে উদ্বেগ।
দেশের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে শীর্ষ তালিকাতেই রয়েছে হাওড়া। প্রত্যহ কয়েক লক্ষ মানুষ যাতায়াত করেন এই হাওড়া স্টেশন দিয়ে। সেখানে ডেঙ্গির লার্ভা মেলায় চিন্তায় ঘুম উড়েছে প্রশাসনের। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান জানিয়েছেন গত দু’দিনে প্রায় ২৫ জায়গা থেকে ডেঙ্গির লার্ভা পাওয়া গিয়েছে। অভিযান চালিয়েছিল হাওড়া পুরসভার ভেক্টর কন্ট্রোল টিম।
হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সের রেল লাইনের ধারের গর্ত এবং নর্দমায় ডেঙ্গির মশার লার্ভা মিলেছে বলে খবর। এছাড়াও স্টেশনের পাশে রেলের গোডাউন, পার্কিং জোন এবং তার আশপাশে প্রচুর ময়লা জমে আছে। যত্রতত্র পড়ে রয়েছে প্লাস্টিকের কাপ, গ্লাস, ডাবের খোলা। এদিক ওদিক হয়ে রয়েছে ছোট ছোট গর্ত। সেখানেও জমা জলে ডেঙ্গির মশার লাভা কিলবিল করছে।
এ ব্যাপারে ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষকে পুরসভার তরফ থেকে নোটিশও পাঠানো হয়েছে। যদিও পূর্ব রেলের ডিআরএমের দাবি, স্বচ্ছতা অভিযানে তাঁরা কোনও খামতিই রাখছেন না। রুটিন করে রোজ সাফাই করা হয় স্টেশন চত্বর। কিন্তু, তারপরেও চিন্তা যে কাটছে না তা পুরসভার কথাতেই স্পষ্ট।