Domjur Child Kidnapping: বাড়ির কাছ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ‘কিডন্যাপিং’ দাবি পরিবারের
Child Kidnapping: নিখোঁজ হওয়া শিশুটির নাম রোহন মল্লিক। বয়স পাঁচ। জানা গিয়েছে, শুক্রবার বাড়ির কাছ থেকে রোহনকে অপরহরণ করার অভিযোগ ওঠে। একদিন কেটে গেলেও তাঁর খোঁজ মেলেনি। রোহনের পরিবারের অভিযোগ, তাঁদের এক আত্মীয় রোহনকে অপহরণের পর বিক্রি করে দিয়েছে।
ডোমজুড়: বাড়ির সামনে থেকেই শিশুকে অপহরণের অভিযোগ। অপহৃত শিশুর মায়ের দাবি, তাদের বাড়িরই সদস্য বাচ্চাটিকে কিডন্যাপ করে বিক্রি করে দিয়েছে। ইতিমধ্যেই ডোমজুড় থানা অপহরণের মামলা শুরু করে তদন্ত শুরু করেছে। নিখোঁজ হওয়া শিশুটির নাম রোহন মল্লিক। বয়স পাঁচ। জানা গিয়েছে, শুক্রবার বাড়ির কাছ থেকে রোহনকে অপরহরণ করার অভিযোগ ওঠে। একদিন কেটে গেলেও তাঁর খোঁজ মেলেনি। রোহনের পরিবারের অভিযোগ, তাঁদের এক আত্মীয় রোহনকে অপহরণের পর বিক্রি করে দিয়েছে।
ওই শিশুর মা মেহেনুর বেগমের অভিযোগ, তাঁর ভাসুরের ছেলে শাহ আলম মল্লিক এই ঘটনার সঙ্গে জড়িত। জানা গিয়েছে, শাহ আলম হুগলির বাসিন্দা। কয়েকদিন আগে তিনি ডোমজুড়ের বেনিয়ারাতে এসেছিলেন। গতকাল রোহনের সঙ্গে খেলা করছিলেন। তারপর থেকে আর কোনও খোঁজ নেই। শিশুটির বাবা-মায়ের দাবি, শাহ আলম রাজমিস্ত্রির কাজ করতেন। কয়েকদিন আগে কাজ হারান। টাকার জন্যই ছোট ভাইকে অপহরণ করেছেন তিনি।
রোহনের মা মেহেনুর বেগম বলেন, “আমার ভাসুরের ছেলে শাহ আলম মল্লিক অপহরণের ঘটনার সঙ্গে জড়িত। হুগলীর জাঙ্গিপাড়ার বাসিন্দা ও। গতকাল ডোমজুড়ের বেনিয়ারাতে এসেছিল।” শিশুটির বাবা মোকারিম মল্লিক অভিযোগ করে বলেন, “শাহ আলম কেরলে রাজমিস্ত্রির কাজ করত। দু মাস আগে সে বাড়ি ফিরে আসে। টাকার লোভে আমার ছেলেকে তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে।”
এই ঘটনায় পুলিশ জানিয়েছে অপহরণের মামলা রুজু করা হয়েছে। শিশুটির খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলাচ্ছে পুলিশ। বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে পারিবারিক শত্রুতা নাকি অন্য কোনও কারণে এই ঘটনা তা দেখা হচ্ছে।