Pujoy pulse: পুজোয় পালস ঘিরে উচ্ছ্বাস হাওড়বাসীর

পুজোয় পালস ট্যাবলোর মাধ্যমে একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন হাওড়াবাসী। এই প্রতিযোগিতার তিন বিজয়ীর জন্য আকর্ষণীয় পুরস্কারও রয়েছে।

Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2023 | 11:05 AM

হাওড়া: দুর্গাপুজোর প্রস্ততি একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে। আকাশে-বাতাসে এখন শুধুই পুজোর গন্ধ। আর এই উৎসবের মরসুমে উন্মাদনা বাড়াতে এসে গিয়েছে পুজোয় পালস। পালস ক্যান্ডি এবং টিভি৯ বাংলার উদ্যোগে পুজোয় পালস ট্যাবলো ঘুরছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বাঁকুড়া, বর্ধমান, মালদার পর রবিবার পুজোয় পালস ট্যাবলো পৌঁছে গিয়েছিল হাওড়া। তা ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গেল হাওড়াবাসীর মধ্যে। পুজোর পালস ট্যাবলোকে ঘিরে ভিড় জমিয়েছিলেন হাওড়াবাসী।

পুজোয় পালস ট্যাবলোর মাধ্যমে একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন হাওড়াবাসী। এই প্রতিযোগিতার তিন বিজয়ীর জন্য আকর্ষণীয় পুরস্কারও রয়েছে।

পুজোয় পালস ট্যাবলো নিয়ে সেখানকার বাসিন্দারা বলেছেন, “এই প্রথম এই ধরনের উদ্যোগ। আমাদের খুন ভালো লাগছে। আমরা প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এখন দেখি আমাদের আন্দাজ ঠিক হয় কি না।” পুজোয় পালস এখনও ঘুরবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। নজর রাখুন আপনার এলাকায়।