Domjur: ‘ভোর ৫টায় ফুল তুলছি, মোটাসোটা চেহারার দুটো পিছনে, তারপরই ওরা…’

Domjur: বুধবার ভোর পাঁচটা নাগাদ ডোমজুড়ের জয়চণ্ডীতলা পারুইপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, বুধবার সকালে নিজের বাড়ির সামনে ফুল তুলছিলেন অলকা পারুই (৬৫)। সেই সময় পিছন দিক থেকে দুজন বাইক আরোহী আসে।

Domjur: 'ভোর ৫টায় ফুল তুলছি, মোটাসোটা চেহারার দুটো পিছনে, তারপরই ওরা...'
অলকা পারুই Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2024 | 3:21 PM

ডোমজুড়: ভোরের আলো তখন সদ্য ফুটেছে। গাছের ফুল তুলতে বেরিয়েছেন এক বৃদ্ধা। তবে তার সঙ্গে যে এমন ঘটনা ঘটে যাবে ভাবেননি তিনি। কারণ তাঁর দুকান থেকে সোনার দুল ছিঁড়ে পালিয়ে গেল দুষ্কৃীরা। বস্তুত, কয়েকদিন আগে ডোমজুড়ের সোনার গহনার দোকানে ডাকাতির ঘটনা ঘট। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার শিরোনামে ডোমজুড়। এই ঘটনায় আহত ওই মহিলা। ঘটনার তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ।

বুধবার ভোর পাঁচটা নাগাদ ডোমজুড়ের জয়চণ্ডীতলা পারুইপাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বুধবার সকালে নিজের বাড়ির সামনে ফুল তুলছিলেন অলকা পারুই (৬৫)। সেই সময় পিছন দিক থেকে দুজন বাইক আরোহী আসে। তাঁর দুই কানের সোনার দুল ছিনতাই করে চম্পট দেয়। ঘটনার পর বৃদ্ধার কানের লতির নিচের অংশ ছিঁড়ে গিয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয় তাঁর।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অলকাদেবীকে প্রথমে ডোমজুড় গ্রামীণ হাসপাতাল ও পরে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। বৃদ্ধার দাবি সোনার হারের দাম প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানা পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।পরপর এই ধরনের ঘটনায় কার্যত আতঙ্কিত এলাকাবাসী। অলোকা পারুই বলেন, “আমি তখন গাছের ফুল তুলছি। আমার ঠিক পিছনেই দাঁড়িয়ে রয়েছে। ওরা কারা জানি না। মোটাসোটা লম্বা চেহারার দুটো লোক। আমায় একটা ঠিকানা জিজ্ঞাসা করল। আমি জানি না বলে সরে আসছি। কিন্তু ভয় ভয় লাগছিল। তারপর ফুল তুলছি পিছন ঘুরে তখনই এসে কানের দুল নিয়ে পালিয়ে গেল।”