Terrorist in Howrah Station: এবার হাওড়া স্টেশন থেকে ‘শাহাদত’ জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও এক যুবক
Shahadat:সম্প্রতি পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকা থেকে জঙ্গি যোগ সন্দেহে মহম্মদ হাবিবুল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। এসটিএফ সূত্রে খবর, সম্প্রতি 'শাহাদাত' নামে এক নতুন জঙ্গি গোষ্ঠী গজিয়ে উঠেছে।
কলকাতা: রাজ্যে বাংলাদেশি ‘শাহাদাত’ মডিউলের আরও এক সন্দেহভাজন সদস্য গ্রেফতার। হাওড়া স্টেশন চত্বর থেকে তাকে গ্রেফতার করেছে রাজ্য় পুলিশের এসটিএফ। অভিযুক্তের নাম হেরাজ শেখ। ধৃত ব্যক্তি নদিয়ার মায়াপুরের বাসিন্দা। এসটিএফ সূত্রে খবর, মহম্মদ হাবিবুল্লাহকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে পাকড়াও এই সন্দেহভাজন।
সম্প্রতি পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকা থেকে জঙ্গি যোগ সন্দেহে মহম্মদ হাবিবুল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। এসটিএফ সূত্রে খবর, সম্প্রতি ‘শাহাদাত’ নামে এক নতুন জঙ্গি গোষ্ঠী গজিয়ে উঠেছে। বাংলাদেশেও এই জঙ্গি গোষ্ঠী বেশ সক্রিয়। বাংলাদেশে নিষিদ্ধ কুখ্যাত জঙ্গি সংগঠন ‘আনসার-আল-ইসলামের’ সঙ্গেও এই সদ্য গজিয়ে ওঠা জঙ্গি সংগঠন ‘শাহাদাতের’ যোগ রয়েছে। শুধু তাই নয়, ঘুর পথে আল-কায়দার সঙ্গেও এদের যোগ রয়েছে সন্দেহ গোয়েন্দাদের।
সূত্রের খবর, জেরায় হাবিবুল্লাহ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া এবং ডার্ক নেটে জিহাদ নিয়ে পড়াশোনো করে নিজেই অনলাইনে সংগঠন তৈরি করেন। তিনি অন্য কারও কাছ থেকে নির্দেশ পেতেন না বলেই দাবি করেছেন বলে খবর। গোয়েন্দারা দাবি করেছিলেন, হাবিবুল্লাহের সঙ্গী হিসাবে আরও ৩ জনের হদিশ পেয়েছেন তাঁরা। তাঁদের চিহ্নিত করার কাজ চলছে। এরপর আজ হাওড়া স্টেশন চত্বর থেকে পাকড়াও করা হল একজনকে।