Fire in Taxi: যাত্রীবোঝাই ট্যাক্সিতে দাউদাউ করে জ্বলল আগুন, ভয়ঙ্কর কাণ্ড বালিখাল ব্রিজে

Bally Khal: কী কারণে গাড়িটিতে আগুন লাগল সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে দমকলকর্মীদের প্রাথমকি অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে।

Fire in Taxi: যাত্রীবোঝাই ট্যাক্সিতে দাউদাউ করে জ্বলল আগুন, ভয়ঙ্কর কাণ্ড বালিখাল ব্রিজে
ট্যাক্সিতে আগুন
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2022 | 8:12 PM

হাওড়া: ফের চলন্ত গাড়িতে আগুন (Fire in Taxi)। শুক্রবার সন্ধেয় বালিখালের (Bally Khal) ব্রিজের উপর হঠাৎই একটি চলন্ত গাড়িতে আগুন লেগে যায়। দুর্ঘটনাটি ঘটেছে সন্ধে প্রায় সাড়ে ছ’টা নাগাদ। ট্যাক্সিটি উত্তরপাড়ার (Uttarpara) থেকে বালির দিকে আসছিল। দুর্ঘটনার সময় চালক ছাড়াও ট্যাক্সিটিতে চারজন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্যাক্সি থেকে নেমে পড়েন সকলে। ফলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীদের প্রায় আধ ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কী কারণে গাড়িটিতে আগুন লাগল সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে দমকলকর্মীদের প্রাথমকি অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে।

ট্যাক্সিটি উত্তরপাড়ার দিক থেকে বালিখাল ব্রিজের উপর আসতেই হঠাৎ গাড়ির বনেট থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে গতি কমিয়ে গাড়িটি রাস্তার ধারে একজায়গায় দাঁড় করানোর চেষ্টা করেন চালক। কিন্তু তার মধ্যেই আগুন লেগে যায়। নিমেষের মধ্যে গোটা গাড়িটি আগুনের গ্রাসে চলে আসে। তবে স্বস্তির বিষয় চালক ও অন্যান্য যাত্রীরা নিরাপদে ট্যাক্সি থেকে বেরিয়ে এসেছিলেন সঠিক সময়ে। এদিকে ব্যস্ত সময়ে ভরা রাস্তায় গাড়িতে এইভাবে আগুন লেগে যাওয়ায় আশপাশের মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্কের সৃষ্টি হয়। রাস্তায় বেশ কিছুক্ষণের জন্য যানজটও তৈরি হয়।

প্রসঙ্গত, এর আগে কলকাতাতেও একটি চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছিল। শুধু তাই নয়, মাসখানেক আগে ডানকুনিতেও একটি বিএমডাব্লিউ গাড়িতে আগুন লেগে গিয়েছিল। সেই সব ঘটনাকে কেন্দ্র করেও ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। তারাতলার কাছে আবার একটি স্কুলবাসেও মাসখানেক আগে আগুন লেগেছিল। দাউদাউ করে বাস জ্বলার সেই দৃশ্য আজও মুছে যায়নি শহরবাসীর মন থেকে। এরই মধ্যে বালিখাল ব্রিজের উপর ট্যাক্সিতে আগুন লাগার ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।