Bankra Chaos: প্রতিদিন নোংরা গালিগালাজ, প্রতিবাদ করতেই বেধড়ক মার জুটল প্রতিবন্ধী কিশোরের

Howrah: পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

Bankra Chaos: প্রতিদিন নোংরা গালিগালাজ, প্রতিবাদ করতেই বেধড়ক মার জুটল প্রতিবন্ধী কিশোরের
মারপিটের সেই সিসিটিভি ফুটেজ
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2022 | 1:58 PM

বাঁকড়া: বিশেষভাবে সক্ষম। সেই কারণে একবার নয় একাধিকবার চলত কটূক্তি, হেনস্থা। এই ছবি খুব একটা অচেনা নয়। প্রায়শই এমন ছবি ধরা পড়ে বিভিন্ন জায়গা থেকে। বারবার সচেতনতার প্রচার চালানো হয়। তারপরও যে এক শ্রেণির মানুষের মধ্যে কোনও আকার-বিকার নেই তা বলার অপেক্ষা রাখে না। হাওড়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোর এবং তার পরিবারকে বেধড়ক মারধর করল স্থানীয় কিছু যুবক। শনিবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকড়ার নিউ মণ্ডলপাড়ায়। আক্রান্তের পরিবার লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে বাঁকড়া পুলিশ আউটপোস্টৈ। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

বাঁকড়া নিউ মণ্ডলপাড়ায় বসবাস করে বারো বছরের এক কিশোর। তার দু’টি হাতের মধ্যে একটি ছোট একটি বড়। শারীরিকভাবে প্রতিবন্ধী এই কিশোর দুই হাত ভালোভাবে নাড়াচাড়া করতে পারে না। এবার ওই কিশোরের পরিবারের সদস্যদের অভিযোগ যখনই সে রাস্তায় বের হয় তখন এলাকার কয়েকজন যুবক প্রতিদিন তাকে নানাভাবে উত্ত্যক্ত করে। গালিগালাজ করার পাশাপাশি তাকে প্রায়ই মারধর করে বলে অভিযোগ।

অভিযোগ, গতকাল রাত ১১ টা নাগাদ বাড়ি থেকে বের হয় ওই কিশোর। ঠিক তখনই তিনজন স্থানীয় যুবক তাকে ঘিরে ধরে এবং গালিগালাজ করতে থাকে। ওই কিশোর প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারতে মারতে বাড়িতে নিয়ে আসে। বাড়ির ছেলেকে মারতে দেখে ছুটে বেরিয়ে আসে কিশোরের পরিবার। তারপর উদ্ধার করতে গেলেই তখন দুষ্কৃতীরা তার বাবা-মা, পিসি এবং দাদু ঠাকুমাকে মারধর করে। গোটা ঘটনাটায় সিসিটিভি ক্যামেরাবন্দি হয়। আক্রান্তরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থানে ছুটে আসে পুলিশ।

এরপর আহতরা ডোমজুড় গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পর বাড়ি ফিরে আসে। ওই পরিবার বাঁকড়া পুলিশ আউটপোস্টে লিখিতভাবে অভিযোগ দায়ের করে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্ত শুরু করলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানিয়েছে দোষীদের ছাড়া হবে না। শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা